LightBlog
ভারতের সমাজ-সংস্কৃতি,ধর্ম ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা কর।
Type Here to Get Search Results !

ভারতের সমাজ-সংস্কৃতি,ধর্ম ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা কর।

                                          সাহিত্যের ইতিহাস(আর্য মহাকাব্য)


প্রশ্নঃ- ভারতের সমাজ-সংস্কৃতি,ধর্ম ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা কর।

উত্তরঃ-

কথামুখঃ- ব্যাসদেবের কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন "মহাভারত" মহাকাব্যটি যুগযুগ ধরে স্রোতোবহা পূণ্যতোয়ার মত ভারতের সবকিছুকে দারুণ ভাবে প্রভাবিত করে আসছে।তাই বলা হয়-"যা নেই ভারতে(মহাভারত)তা নেই ভারতে(ভারতবর্ষ)।"

প্রভাবঃ- মহাভারত মহাকাব্যের সুদূরপ্রসারী প্রভাব ভারতীয় জনজীবনে সীমারেখা অতিক্রম করে বহির্বিশ্বেও পদসঞ্চার ঘটিয়েছে।ভারতীয় সমাজ-সংস্কৃতি,ধর্ম ও সমাজজীবনে এর প্রভাব বেশ গভীর ও সুদূরপ্রসারী।

সমাজ-সংস্কৃতিতে প্রভাবঃ-

আমরা অতি অল্প বয়স থেকেই মৌখিকভাবে শুনেশুনে মহাভারতের কাহিনীর সাথে একাত্ম হয়ে পড়ি।মহামতি ভীষ্মের ত্যাগ,কর্ণের দানশীলতা, বিদুরের নীতিপরায়ণ চরিত্র, যুধিষ্ঠিরের সত্যবাদীতা, দ্রৌপদীর তেজস্বীতা ইত্যাদি যুগযুগ ধরে আমাদের শিরাউপশিরায় রক্তের মত নৈতিক প্রেরণা সঞ্চারিত করে আসছে।"ভীষ্মের প্রতিজ্ঞা","ধর্মপুত্র যুধিষ্ঠির","দাতা কর্ণ","দ্রৌপদীর ভাণ্ডার" ইত্যাদি বর্তমানে পরিণত হয়েছে প্রবাদবাক্যে।

ধর্মজীবনে প্রভাবঃ-

ভারতীয় জনগণের নিকট মহাকাব্যের থেকেও বেশী পরিমাণে এটি হল দর্শন ও পরম শ্রদ্ধেয় এক ধর্মগ্রন্থ।সুর করে মহাভারত পাঠ শ্রুতিমধুর হবার সাথে সাথে পাপ নাশক বলেও সম্মানিত গ্রন্থ।এই মহাকাব্যের নায়ক শ্রীকৃষ্ণ ভারতের সর্বত্র তো বটেই,আবার ভারত ছাড়িয়েও বিশ্বের বিবিধ মন্দিরে পূজিত হন।গীতার মূল্য অপরিসীম।শ্রাদ্ধানুষ্ঠানে বা কোন ভক্তিমূলক ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ আবশ্যক কর্তব্য বলে বিবেচিত।"সত্যমেব জয়তে","স্বধর্মে নিধনং শ্রেয়,পরোধর্ম ভয়াবহঃ","যতো ধর্মস্ততো জয়ঃ" ইত্যাদি আদর্শ বাণী রূপে গৃহীত।

সাহিত্যে প্রভাবঃ-

মহাভারতের সাহিত্যজগতের উপর প্রভাব সম্পর্ক যতই বলা হোক না কেন,তা কম বলেই মনে হবে।মহাকবি ভাসের মহাভারতমূলক সাতটি নাটক রয়েছে।কালিদাসে "অভিজ্ঞানশকুন্তলম্" ও ভট্টনারায়ণের "বেণীসংহার" মহাভারত অবলম্বনে রচিত।ভারবির "কীরাতার্জুনীয়ম্","মাঘের "শিশুপালবধ",কুমার পালের "দ্রৌপদীর স্বয়ম্বর" ইত্যাদি মহাভারত অবলম্বনে রচিত।

     বাংলা সাহিত্যে কাশীরাম দাসের "মহাভারত" বাঙালীর এক অমূল্য সম্পদ।কবিগুরু রচিত  "কর্ণকুন্তী সংবাদ",বিভিন্ন জৈন গ্রন্থ যেমন "হরিবংশপুরাণ",উত্তরপুরাণ","পান্ডবচরিত" প্রভৃতির উপরেও আছে এই মহাকাব্যের সুদূরপ্রসারী প্রভাব।

কথান্তেঃ- মহাভারতের মোট শ্লোক সংখ্যা এক লক্ষ হওয়ায় একে "শতসাহস্রীসংহিতা" বলে।তাছাড়াও "পঞ্চম বেদ" নামেও অবিহিত করা এই মহাকাব্যটি সারা পৃথিবীতে নানা ভাষায় অনুদিত হয়ে তার প্রভাবের পূণ্য ধারা বজায় রেখেছে।



Class 11 Sanskrit Full Suggestion 2022

See More…

 

Class All Suggestion 2022 PDF

See More…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close