LightBlog
গল্পের বিষয়বস্তু আলোচনা কর।/"শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্..."-- তাৎপর্য বিশ্লেষণ কর।
Type Here to Get Search Results !

গল্পের বিষয়বস্তু আলোচনা কর।/"শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্..."-- তাৎপর্য বিশ্লেষণ কর।

একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন 2022

**গদ্য**

ব্রাহ্মণচৌরপিশাচকথা

 

প্রশ্নঃ- গল্পের বিষয়বস্তু আলোচনা কর।/"শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্..."-- তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তরঃ- ছাত্রসমাজে কীর্তিলব্ধ পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত "পঞ্চতন্ত্র" নামক গল্পগ্রন্থের তৃতীয় তন্ত্র "কাকোলূকীয়ম্" এর অষ্টম সংখ্যক কাহিনহল আমাদের পাঠ্য "ব্রাহ্মণচৌরপিশাচকথা"।সংস্কৃত সাহিত্যে গল্পকে কথা নামে অবিহিত করা হয়,আর তার জন্য এই গল্পে কথা শব্দটি ব্যবহৃত হয়েছে।

     কোন এক স্থানে দ্রোণ নামে সকল সুখ বর্জিত এক হতদরিদ্র ব্রাহ্মণ বাস করতেন।অপরের অনুগ্রহপুষ্ট হয়ে দানসামগ্রী দ্বারা কোনক্রমে জীবন ধারণ করতেন তিনি।অঙ্গচর্চায় অপারগ হওয়ায় তার লম্বা লম্বা চুল,দাড়ি,নখ ছিল।জনৈক যজমান তার উপর অনুকম্পাবশত তাকে গোবৎসদ্বয় দান করেছিলেন।তিনি যাচিত ঘৃত, তৈল, ঘাস প্রভৃতির সাহায্যে অত্যন্ত যত্নে তাদের প্রতিপালন করতে থাকেন।গরুর দুধ থেকে ঘৃত,দধি, ছানা ইত্যাদি তৈরী করে তা আস্বাদন করে তাদের বেশ সুখেই দিন কাটছিল।কিন্তু ক্রুরকর্মা নামে এক চোর তাঁর গোবৎসদ্বর হরণ করার জন্য তৎপর হয়ে পড়ল।আবার পক্ষান্তরে সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষস ব্রাহ্মণ দ্রোণকে ভক্ষণ করার জন্য কৌশল করার কথা ভাবছিল।ক্রুরকর্মা ও সত্যবচন আপন আপন উদ্দেশ্য সাধন হেতু দ্রোণের বাড়ীতে যাওয়ার সময় পথে পরস্পরের সাথে সাক্ষাৎ ও আলাপ হয়ে যায়।দুজনেই তাদের গর্হিত কর্মে দৃঢ় সংকল্প।

     ব্রাহ্মণ নিদ্রা গেলে তারা আপন আপন কর্ম সম্পাদন হেতু উপস্থিত হয়।কিন্তু উভয়েই আপন কর্ম প্রথমে সম্পাদিত করতে বদ্ধপরিকর।চোরের বক্তব্য,তাকে আগে চুরি করতে দেওয়া উচিৎ।তারপর সত্যবচন ব্রাহ্মণকে সানন্দে ভক্ষণ করতে পারবে।আবার ব্রহ্মরাক্ষসের যুক্তি,চুরির সময়,আওয়াজ হলে ব্রাহ্মণের নিদ্রাভঙ্গ হয়ে যাবে।তাহলে সে আর তাকে ভক্ষণ করতে পারবে না।ষষ্ঠাহ্ণকালিক হওয়ায় তাকে দুদিন অন্তর প্রতি তৃতীয় রাত্রে উদরপূর্তি করতে হয়।এই বিবাদ চরমে উঠলে ব্রাহ্মণের নিদ্রাভঙ্গ হয়ে গেল।তখন চোর ও ব্রহ্মরাক্ষস তার নিকট একে অপরের অভিসন্ধি ব্যক্ত করে দেয়।ব্রাহ্মণ দ্রোণ ইষ্টদেবতার নাম স্মরণ পূর্বক ব্রহ্মরাক্ষস থেকে নিজের জীবন বাঁচান আর লাঠির আঘাতের ভয় দেখিয়ে চোর ক্রুরকর্মাকে বিতাড়িত করেন।

     পঞ্চতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে কাহিনী শুরুর প্রথমে উপদেশমূলক নীতিশ্লোক থাকে।এখানে আছে যার অর্থ হল-

"শত্রুরা পরস্পর বিবাদ করলে তা অন্যের পক্ষে মঙ্গলকর হয়।যেমন এখানে এই গল্পে চোরটি ব্রাহ্মণের জীবন বাঁচালো এবং ব্রহ্মরাক্ষস গোবৎসদ্বয়কে রক্ষা করল।"



Class 11 Sanskrit Full Suggestion 2022

See More…

 

Class All Suggestion 2022 PDF

See More…

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close