LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 23-10-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 23-10-2021/ Daily Current Affairs Today Part 3

 Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 3


প্রশ্নঃ সম্প্রতি কোন ফ্লিম অভিনেত্রীকে অ্যাডিডাস তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? -

(ক) কৃতি সেনন

(খ) ক্যাট্রিনা কাইফ

(গ) মীরা বাঈ চানু

(ঘ) দীপিকা পাদুকন

উত্তরঃ (ঘ) দীপিকা পাদুকন


প্রশ্নঃ কোন ভারতীয় ব্যবসায়ী UAE এর প্রথম ডিজিটাল একমাত্র স্বাধীন ব্যাঙ্ক ZAND-এ বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন? -

(ক) Azim Premji

(খ) Kumar Mangalam Birla

(গ) Cyrus S. Poonawalla

(ঘ) Uday Kotak

উত্তরঃ (খ) Kumar Mangalam Birla


প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার (সাখারভ পুরস্কার 2021) কে ভূষিত করা হয়েছে? -

(ক) Maria Resa

(খ) Dmitry Muratov

(গ) Alexei Navelny

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) Alexei Navelny


প্রশ্নঃ সম্প্রতি আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস কবে পালিত হয়েছে? -

(ক) ১৫ ই অক্টোবর

(খ) ১৬ ই অক্টোবর

(গ) ১৭ ই অক্টোবর

(ঘ) ২২ শে অক্টোবর

উত্তরঃ (ঘ) ২২ শে অক্টোবর


প্রশ্নঃ CoinDCX এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? -

(ক) আজয় দেবগন

(খ) রানভীর কাপূর

(গ) অমিতাভ বচ্চন

(ঘ) আয়ুশমান খুরানা

উত্তরঃ (ঘ) আয়ুশমান খুরানা


প্রশ্নঃ 2022 সালের শেষের দিকে ভারত নিচের কোন দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে? -

(ক) আস্ট্রেলিয়া

(খ) ইউনাইটেড কিংডম

(গ) বেলজিয়াম

(ঘ) নেদারল্যান্ড

উত্তরঃ (ক) আস্ট্রেলিয়া


কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ


CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)


Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close