Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সম্প্রতি 'বন্যপ্রাণী কর্ম পরিকল্পনা' অনুমোদনকারী দেশের প্রথম রাজ্যে পরিণত হয়েছে? -
(ক) গুজরাট
(খ) উড়িষ্যা
(গ) মহারাষ্ট্র
(ঘ) রাজস্থান
উত্তরঃ (গ) মহারাষ্ট্র
প্রশ্নঃ সম্প্রতি শ্রীলঙ্কা ভারত দেশ থেকে কত টাকার ক্রেডিট লাইন দাবি করেছে? -
(ক) 300 million dollars
(খ) 400 million dollars
(গ) 500 million dollars
(ঘ) 600 million dollars
উত্তরঃ (গ) 500 million dollars
প্রশ্নঃ "Actually... I Met Them: A Memoir" বইটির লেখক কে?
(ক) শঙ্কর মহাদেবন
(খ) গুলজার
(গ) শাবানা আজমী
(ঘ) এ আর রমমান
উত্তরঃ (খ) গুলজার
প্রশ্নঃ কে ভারতের ভূ -স্থানিক শক্তি মানচিত্র চালু করেছে?
(ক) Ministry of Coal
(খ) Ministry of Agriculture
(গ) NITI Aayog
(ঘ) Ministry of Energy
উত্তরঃ (গ) NITI Aayog
প্রশ্নঃ শিশুদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে আইসিসি কার সাথে চুক্তি করেছে? -
(ক) World Health Organization
(খ) UNESCO
(গ) UNICEF
(ঘ) United Nations
উত্তরঃ (গ) UNICEF
প্রশ্নঃ রশ্মিকা মান্দান্না অভিনেত্রী কোনটির দ্বারা মুক্তিপ্রাপ্ত সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন? -
(ক) Moody's
(খ) World bank
(গ) Forbes India
(ঘ) Fortune
উত্তরঃ (গ) Forbes India
প্রশ্নঃ কোন রাজ্য ইলেকট্রিক রান্নায় শীর্ষে? -
(ক) দিল্লী আর হরিয়ানা
(খ) হিমাচল প্রদেশ আর উত্তর প্রদেশ
(গ) দিল্লি আর তামিলনাড়ু
(ঘ) মহারাষ্ট্র আর গোয়া
উত্তরঃ (গ) দিল্লি আর তামিলনাড়ু
প্রশ্নঃ সম্প্রতি আলোচিত ন্যাটোর সদর দপ্তর কোথায়? -
(ক) রাশিয়া
(খ) ফ্রান্স
(গ) আমেরিকা
(ঘ) বেলজিয়াম
উত্তরঃ (ঘ) বেলজিয়াম
প্রশ্নঃ ভবানী দেবী একজন ভারতীয় ক্রীড়াবিদ যিনি কোন্ ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করেন? -
(ক) Weightlifting
(খ) Archery
(গ) Gymnastics
(ঘ) Fencing
উত্তরঃ (ঘ) Fencing
প্রশ্নঃ 'ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন' -এর প্রথম সভাপতি কে হয়েছেন? -
(ক) অতুল কুমার গোয়াল
(খ) জয়ন্ত পাটিল
(গ) অরুন কুমার মিশ্র
(ঘ) আমিত খারে
উত্তরঃ (খ) জয়ন্ত পাটিল
প্রশ্নঃ সম্প্রতি খবরে থাকা প্রজ্ঞানন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? -
(ক) সকার
(খ) ভলিবল
(গ) দাবা
(ঘ) ক্রিকেট
উত্তরঃ (গ) দাবা
প্রশ্নঃ নিচের কোন সরকার "রোজগার বাজার ২.০" পোর্টাল তৈরির জন্য দরপত্র জারি করেছে? -
(ক) মুম্বাই সরকার
(খ) দিল্লি সরকার
(গ) পাঞ্জাব সরকার
(ঘ) কেরালা সরকার
উত্তরঃ (খ) দিল্লি সরকার
প্রশ্নঃ সম্প্রতি কে সুপার করোনা ওয়ারিয়র পুরস্কারে সম্মানিত হয়েছেন? -
(ক) বি এস যদুরপ্পা
(খ) সতীশ রেড্ডী
(গ) নরেন্দ্র মোদী
(ঘ) জগন মোহন রেড্ডী
উত্তরঃ (ক) বি এস যদুরপ্পা
প্রশ্নঃ সম্প্রতি RBI কত টাকা জরিমানা করেছে? -
(ক) 1 Crore
(খ) 2 Crore
(গ) 3 Crore
(ঘ) 4 Crore
উত্তরঃ (ক) 1 Crore
প্রশ্নঃ চীন সম্প্রতি তার প্রথম সৌর অনুসন্ধান স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। স্যাটেলাইটের নাম কি? -
(ক) Tian
(খ) Xihe
(গ) Mazu
(ঘ) Jade
উত্তরঃ (খ) Xihe
প্রশ্নঃ সম্প্রতি কে 'ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের নতুন সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন? -
(ক) অভীক সরকার
(খ) অরুন কুমার মিশ্র
(গ) অসিত রাস্তোগী
(ঘ) অতুল কুমার গোয়েল
উত্তরঃ (গ) অসিত রাস্তোগী
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ