LightBlog
Class 3 Model Activity Task Combined MCQ Adaptation Package Mathematics Part 3
Type Here to Get Search Results !

Class 3 Model Activity Task Combined MCQ Adaptation Package Mathematics Part 3

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

গণিত

তৃতীয় শ্রেণি


ঠিক উত্তর নির্বাচন করো :


১১। তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেহ কিনলে। প্রতি বাক্সে ৫টি করে সন্দেহ আছে। সেখান থেকে ২টি সন্দেশ ভাইকে দিলে। তোমার কাছে কতগুলো সন্দেশ রইলো?

ক) ১৭

খ) ১৩

গ) ৩

ঘ) ১

উত্তরঃ খ) ১৩


১২। 


তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং টেবিল কিনলেন। তাহলে খরচ হল

ক) ১৯৩২ টাকা

খ) ১৮১২১২ টাক

গ) ১৮২২ টাকা

ঘ) ১৯২২ টাকা

উত্তরঃ ক) ১৯৩২ টাকা


১৩। ট্রেনের একটি কামরায় ১৩৩ জন যাত্রী আছে। যখন ট্রেনটি পরের স্টেশনে থামলে, তখন ২৩ জন যাত্রী নেমে গেল। এখন ঐ কামরায় যাত্রী সংখ্যা

ক) ১৫৬

খ) ১১০

গ) ১০০

ঘ) ২৩

উত্তরঃ খ) ১১০


১৪। তিন অংকের সবচেয়ে বড় সংখ্যাটি কত?

ক) ৯০০

খ) ৯৮৯

গ) ৯৯৮

ঘ) ৯৯৯

উত্তরঃ ঘ) ৯৯৯


১৫। এ বছর মিতা ও তার বন্ধুরা স্কুলে ১৭১ টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে ১২১ টি গোলাপের চারাগাছ লাগিয়েছে। কারা, কতগুলি বেশি গোলাপের চারা লাগিয়েছে?

ক) মিতা ও তার বন্ধুরা ৫০টি চারাগাছ বেশি লাগিয়েছে

খ) অমল ও তার বন্ধুরা ৫০টি চারাগাছ বেশি লাগিয়েছে

গ) মিতা ও তার বন্ধুরা ১৫০ টি চারাগাছ বেশি লাগিয়েছে

ঘ) মিতা ও তার বন্ধুরা ১০০টি চারাগাছ বেশি লাগিয়েছে

উত্তরঃ ক) মিতা ও তার বন্ধুরা ৫০টি চারাগাছ বেশি লাগিয়েছে


১৬। 


রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে ৩টি করে বই দেওয়া হল। মোট ৪৫৬টি বই দেওয়া হল। কতজন ছাত্র বই পেল?

ক) ১৫০ জন

খ) ১৩৬৮ জন

গ) ৪৫৯ জন

ঘ) ১৫২ জন

উত্তরঃ ঘ) ১৫২ জন


১৭। 


পরেরটিতে কটি তারা হবে?

ক) ২টি

খ) ৪টি

গ) ১টি

ঘ) ১০টি

উত্তরঃ গ) ১টি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close