বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
বাংলা
দশম শ্রেণি
ভাগ ৫ - নীচে দেওয়া অংশটি পড়ো :
আর্যরা যখন ভারতে প্রবেশ করে তখন তারা যে ভাষায় কথা বলত তার নাম দেওয়া হয়েছে প্রাচীন ভারতীয় আর্য। এই ভাষা সচল ছিল হাজার বছর, ভাষাতাত্ত্বিকদের হিসেবমতো আনুমানিক খ্রি-পূ ১৫০০ থেকে খ্রি-পূ ৬০০ পর্যন্ত। এই সময় তাদের ভাষা কেমন ছিল তা জানার জন্য আমাদের তাকাতে হবে বেদের ভাষার দিকে। বেদের ভাষা নিশ্চয় তাদের মুখের ভাষারই একটি মার্জিত রূপ। তাই প্রাচীন ভারতীয় আর্যভাষার সাধারণ নাম বৈদিক। এরও অবশ্য রকমফের ছিল, ছিল অনেক আঞ্চলিক বিভিন্নতা, বৈদিক ভাষা মুখের ভাষা হিসাবে ব্যবহৃত হতে হতে অনেক ক্ষেত্রে বাহুল্য ও জটিলতা পরিহার করে হয়ে গিয়েছিল সহজ, সাবলীল ও অনাড়ম্বর। এই সরল আড়ম্বরহীন কথ্য ভাষাকে সুসংস্কৃত ও মার্জিত করে একটি নতুন রূপ দেওয়া হল অর্বাচীন বৈদিকদের যুগে বা তার কিছু পরে। এরই নাম সংস্কৃত ভাষা।
এরপর যে ভাষান্তর এল, অর্থাৎ মধ্যভারতীয় আর্যভাষার শেষ স্তর থেকে যে-ভাষা বিবর্তিত হল তার ভাষাতাত্ত্বিক নাম নব্যভারতীয় আর্যভাষা বা New Indo-Aryan যার বিবর্তনকাল আনুমানিক ১০০ খ্রিস্টাব্দ থেকে। এই সময় পূর্বোক্ত অপভ্রংশ প্রাকৃত থেকে নানান আঞ্চলিক ভাষার উদ্ভব হতে থাকে। এইভাবেই বিবর্তিত হয়েছে, গুজরাতি, মারাঠি, পাঞ্জাবি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া এবং অবশ্যই আমাদের বাংলা। অপভ্রংশ প্রাকৃতের পরবর্তী একটা স্তরকে পন্ডিতেরা বলেন অবহটঠ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন প্রভৃতির মতে এই অবহট্ঠ ভাষাই পরিবর্তিত হয়ে রূপলাভ করেছে বাংলা ভাষায়। বাংলা ভাষার উদ্ভব খ্রিস্টীয় দশম-একাদশ শতকেই হয়েছিল বলে এখন পর্যন্ত পন্ডিতরা মনে করেন। এবং সাধারনভাবে এও মনে করেন, চর্যাগীতি বা চর্যাপদই বাংলা ভাষার প্রাচীনতম লিখিত নিদর্শন। সংক্ষেপে এই হল বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস।
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।
21. প্রাচীন ভারতীয় আর্যভাষার দৃষ্টান্ত
A) বৈদিক ভাষা
B) প্রাকৃত ভাষা
C) দ্রাবিড় ভাষা
D) বাংলা ভাষা
উত্তরঃ A) বৈদিক ভাষা
22. প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে মধ্যভারতীয় আর্যভাষার উদ্ভব ঘটে
A) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
B) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে
C) ষষ্ঠ খ্রিস্টাব্দে
D) দশম খ্রিস্টাব্দে
উত্তরঃ A) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
23. ভারতীয় আর্যভাষার স্তরবিভাজন
A) দুটি
B) তিনটি
C) পাঁচটি
D) দশটি
উত্তরঃ B) তিনটি
24. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন
A) বৈষ্ণব পদ
B) চর্যাপদ
C) শ্রীকৃষ্ণ কীর্তন
D) বেদ
উত্তরঃ B) চর্যাপদ
25. 'আর্যভাষা' শব্দটির প্রকল্প হলো
A) মধ্যপদলোপী কর্মধারয়
B) সম্বন্ধ তৎপুরুষ
C) সাধারণ কর্মধারয়
D) দ্বন্দ্ব
উত্তরঃ B) সম্বন্ধ তৎপুরুষ
ধন্যবাদ
উত্তরমুছুন