gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 17-09-2021 / Part 2
Type Here to Get Search Results !

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 17-09-2021 / Part 2

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2 



প্রশ্নঃ কোন্‌ শহরকে ভারতের ধর্মীয় রাজধানী বলা হয়? -

(ক) লখনৌ

(খ) বারাণসী

(গ) কানপুর

(ঘ) মুসৌরী

উত্তরঃ (খ) বারাণসী


প্রশ্নঃ ভারতে আগত প্রথম বিদেশি দূত কে ছিলেন? -

(ক) ইউয়েন সাঙ

(খ) ইৎ সিং

(গ) এরাটোস্থেনিস

(ঘ) মেগাস্থিনিস

উত্তরঃ (ঘ) মেগাস্থিনিস


প্রশ্নঃ ভারতবর্ষের দীর্ঘতম রেল কাম রোড সেতুর নাম কি? -

(ক) মহাত্মা গান্ধী সেতু

(খ) ভূপেন হাজারিকা সেতু

(গ) বোগিবিল সেতু

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) বোগিবিল সেতু


প্রশ্নঃ সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে -

(ক) জেলা বোর্ডের সদস্য

(খ) বিধানসভার সদস্যরা

(গ) বিধানসভার অধ্যক্ষ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) বিধানসভার সদস্যরা


প্রশ্নঃ ৪৯তম প্যারালাল কোন্‌ কোন্‌ দেশের মধ্যে অবস্থিত? -

(ক) ভারত ও মায়ানমার

(খ) ভারত ও পাকিস্তান

(গ) উত্তর ও দক্ষিণ কোরিয়া

(ঘ) কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরঃ (ঘ) কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close