gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ ড্রামলিন দেখতে কেমন? -
(ক) প্রিজমের মতো
(খ) পিরামিডের মতো
(গ) উল্টানো নৌকার মতো
(ঘ) নৌকার মতো
উত্তরঃ (গ) উল্টানো নৌকার মতো
প্রশ্নঃ নিম্নের কোন্ প্রাণীর রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া? -
(ক) চিংড়ি
(খ) কেঁচো
(গ) হাইড্রো
(ঘ) স্পঞ্জ
উত্তরঃ (খ) কেঁচো
প্রশ্নঃ "বিধবা বিবাহ" আইন কার আমলে শুরু হয়? -
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড কার্জন
(গ) উইলিয়াম বেন্টিং
(ঘ) লর্ড ডালহৌসি
উত্তরঃ (ঘ) লর্ড ডালহৌসি
প্রশ্নঃ মেরু অঞ্চল থেকে কোনো ব্যক্তি নিরক্ষীয় অঞ্চল গেলে তার ওজনের কি পরিবর্তন হয়? -
(ক) একই থাকবে
(খ) প্রথমে কমবে পরে বাড়বে
(গ) কমে যাবে
(ঘ) বেড়ে যাবে
উত্তরঃ (গ) কমে যাবে
প্রশ্নঃ জুনাগড় শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়? -
(ক) হরিসেন
(খ) শকরাজা রুদ্রদমন
(গ) সাতকর্নি
(ঘ) রাজা খারবেল
উত্তরঃ (ঘ) রাজা খারবেল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ