gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্ন : সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল কোন রাজ্যে? -
(ক) কেরালা
(খ) আসাম
(গ) মিজোরাম
(ঘ) গোয়া
উত্তর : (ক) কেরালা
প্রশ্ন : পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি? -
(ক) উদ্ভিজ
(খ) প্রবল
(গ) প্রাণীজ
(ঘ) ওপরের কোনোটিই নয়
উত্তর : (গ) প্রাণীজ
প্রশ্ন : ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? -
(ক) আরতী সাহা
(খ) বাচেন্দ্রী পাল
(গ) কল্পনা চাওলা
(ঘ) ভানু আথাইয়া
উত্তর : (গ) কল্পনা চাওলা
প্রশ্ন : সূর্য রশ্মির কত শতাংশ বায়ুমণ্ডলের দ্বারা শোষিত হয়? -
(ক) ৩০%
(খ) ১৯%
(গ) ২২%
(ঘ) ২৭%
উত্তর : (ক) ৩০%
প্রশ্ন : শ্যামদেশ বা থাইল্যান্ড কি নামে পরিচিত? -
(ক) শ্বেত হস্তির দেশ
(খ) বরফের দেশ
(গ) হীরকের দেশ
(ঘ) ভয়ঙ্কর বাঘের দেশ
উত্তর : (ক) শ্বেত হস্তির দেশ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ