gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 8
প্রশ্নঃ কোন্ খেলার সঙ্গে ফর্মুলা -১ যুক্ত? -
(ক) মোটর রেসিং
(খ) বেসবল
(গ) দাবা
(ঘ) হকি
উত্তরঃ (ক) মোটর রেসিং
প্রশ্নঃ প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? -
(ক) চিন
(খ) রাশিয়া
(গ) পাকিস্তান
(ঘ) ভারত
উত্তরঃ (ঘ) ভারত
প্রশ্নঃ সেলিম আলি পাখিরালয় ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গোয়া
(গ) বিহার
(ঘ) উড়িষ্যা
উত্তরঃ (খ) গোয়া
প্রশ্নঃ লোটা কোন্ রাজ্যের প্রাদেশিক নৃত্য? -
(ক) মধ্যপ্রদেশ
(খ) হিমাচল প্রদেশ
(গ) মণিপুর
(ঘ) আসাম
উত্তরঃ (ক) মধ্যপ্রদেশ
প্রশ্নঃ UNEP - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) নাইরোবি
(খ) রোম
(গ) জেনেভা
(ঘ) হেগ
উত্তরঃ (ক) নাইরোবি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ