gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ পর্ণকান্ড কীসের রূপান্তর? -
(ক) মৃদ্গত কান্ড
(খ) পাতা
(গ) মূল
(ঘ) কান্ড
উত্তরঃ (ঘ) কান্ড
প্রশ্নঃ খলজী বংশের প্রতিষ্ঠাতা হলেন -
(ক) মালিক কাফুর
(খ) মোবারক খলজী
(গ) জালালুদ্দিন খলজী
(ঘ) আলাউদ্দিন খলজী
উত্তরঃ (গ) জালালুদ্দিন খলজী
প্রশ্নঃ সুন্দরবন জাতীয় উদ্যান কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? -
(ক) ১৯৮৭ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০১৯ সালে
(ঘ) ২০০২ সালে
উত্তরঃ (ক) ১৯৮৭ সালে
প্রশ্নঃ "দেশপ্রিয়" কাকে বলা হয়? -
(ক) পিসি সরকার
(খ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(গ) চিত্তরঞ্জন দাস
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তরঃ (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
প্রশ্নঃ নাসিক শহর কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) তিস্তা
(খ) গোদাবরী
(গ) তাপ্তি
(ঘ) নর্মদা
উত্তরঃ (খ) গোদাবরী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ