gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়? -
(ক) জওহরলাল নেহরু
(খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ (খ) সর্বপল্লী রাধাকৃষ্ণন
প্রশ্নঃ নামদফা জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) তামিলনাড়ু
(খ) মধ্যপ্রদেশ
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (গ) অরুণাচল প্রদেশ
প্রশ্নঃ মনা কি? -
(ক) শেরশাহের সময় প্রচলিত মুদ্রা
(খ) বৈদিক যুগের ব্যবহৃত মুদ্রা
(গ) মহম্মদ বিন তুঘলক প্রচলিত মুদ্রা
(ঘ) গুপ্তযুগের ব্যবহৃত মুদ্রা
উত্তরঃ (খ) বৈদিক যুগের ব্যবহৃত মুদ্রা
প্রশ্নঃ লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন্ অংশ থেকে? -
(ক) বীজপত্র
(খ) ফুলের মুকুল
(গ) মূল
(ঘ) কান্ড
উত্তরঃ (খ) ফুলের মুকুল
প্রশ্নঃ নাইট্রেট আয়ন যুক্ত জল পান করলে যে রোগ হয় -
(ক) ইতাই-ইতাই
(খ) ব্ল্যাক ফুট ডিজিজ
(গ) মিথোমোগ্লোবিনেমিয়া
(ঘ) আর্সেনিকোসিস
উত্তরঃ (গ) মিথোমোগ্লোবিনেমিয়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ