gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ কোন্ নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? -
(ক) শতদ্রু
(খ) ঝিলাম
(গ) চন্দ্রভাগা
(ঘ) ইরাবতী
উত্তরঃ (খ) ঝিলাম
প্রশ্নঃ UNESCO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) প্যারিসে
(খ) জেনেভায়
(গ) ভিয়েনায়
(ঘ) আম্মানে
উত্তরঃ (ক) প্যারিসে
প্রশ্নঃ নীচের কোন্টি মহাকাশের গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণে ব্যবহৃত হয়? -
(ক) মাইক্রোস্কোপ
(খ) পেরিস্কোপ
(গ) স্টেথোস্কোপ
(ঘ) টেলিস্কোপ
উত্তরঃ (ঘ) টেলিস্কোপ
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? -
(ক) নিউইয়র্ক
(খ) প্যারিস
(গ) জেনিভা
(ঘ) দ্য হেগ
উত্তরঃ (ঘ) দ্য হেগ
প্রশ্নঃ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? -
(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(খ) অক্ষয় কুমার দত্ত
(গ) বালগঙ্গাধর তিলক
(ঘ) নবগোপাল মিত্র
উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ