বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ ফিজির রাজধানী হল -
(ক) এপিয়া
(খ) তারায়া
(গ) সুভা
(ঘ) ভিলা
উত্তরঃ (গ) সুভা
প্রশ্নঃ "Uncle Sam" - কোন্ দেশের নাগরিকদের মজা করে বলা হয়? -
(ক) ইন্ডিয়া
(খ) ব্রাজিল
(গ) আমেরিকা
(ঘ) পর্তুগাল
উত্তরঃ (গ) আমেরিকা
প্রশ্নঃ সতীদাহ প্রথা কোন্ মুঘল রাজা নিষিদ্ধ করেছিলেন? -
(ক) ঔরঙ্গজেব
(খ) জাহাঙ্গীর
(গ) শাহজাহান
(ঘ) আকবর
উত্তরঃ (ঘ) আকবর
প্রশ্নঃ ইউক্যালিপ্টাস গাছের জন্ম কোন্ মহাদেশে? -
(ক) ওশিয়ানিয়া
(খ) এশিয়া
(গ) উত্তর আমেরিকা
(ঘ) আফ্রিকা
উত্তরঃ (ক) ওশিয়ানিয়া
প্রশ্নঃ লোহিত পচন হয় কোন্ শস্যের?
(ক) টমেটো
(খ) আরগট
(গ) আখ
(ঘ) ধান
উত্তরঃ (গ) আখ
প্রশ্নঃ প্লাটিনাম উৎপাদনে প্রথম -
(ক) অস্ট্রেলিয়া
(খ) রাশিয়া
(গ) দক্ষিণ আফ্রিকা
(ঘ) চীন
উত্তরঃ (গ) দক্ষিণ আফ্রিকা
প্রশ্নঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? -
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ (খ) দ্বিতীয়
প্রশ্নঃ মাছ ধরার ছিপ কোন্ শ্রেণীর লিভারের উদাহরণ? -
(ক) প্রথম শ্রেণীর লিভার
(খ) দ্বিতীয় শ্রেণীর লিভার
(গ) তৃতীয় শ্রেণীর লিভার
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) তৃতীয় শ্রেণীর লিভার
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ