বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? -
(ক) জয়পুর
(খ) মণিপুর
(গ) উদয়পুর
(ঘ) সম্বলপুর
উত্তরঃ (গ) উদয়পুর
প্রশ্নঃ শিশির পড়ে সাধারণত -
(ক) শরৎকালে
(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) গ্রীষ্মকালে
উত্তরঃ (খ) শীতকালে
প্রশ্নঃ বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? -
(ক) ১৫৪০ সালে
(খ) ১৫৭৬ সালে
(গ) ১৭৫৫ সালে
(ঘ) ১৭৬০ সালে
উত্তরঃ (ঘ) ১৭৬০ সালে
প্রশ্নঃ কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? -
(ক) শাহজাহান
(খ) বল্লাল সেন
(গ) ফিরোজ শাহ তুঘলক
(ঘ) আকবর
উত্তরঃ (খ) বল্লাল সেন
প্রশ্নঃ দক্ষিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? -
(ক) কাঞ্চনজঙ্ঘা
(খ) ত্রিকুট পাহাড়
(গ) সান্দাকাফু
(ঘ) আনাইমুদি
উত্তরঃ (ঘ) আনাইমুদি
প্রশ্নঃ ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? -
(ক) হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) চন্দ্রশেখর দেব
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (ক) হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও
প্রশ্নঃ ই কোলি কোন্ রোগের ব্যাকটেরিয়া? -
(ক) গনোরিয়া
(খ) ডায়রিয়া
(গ) হুপিং কাশি
(ঘ) ডিপথেরিয়া
উত্তরঃ (খ) ডায়রিয়া
প্রশ্নঃ রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করেন? -
(ক) সুপ্রিম কোর্ট
(খ) প্রধানমন্ত্রী
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) রাষ্ট্রপতি
উত্তরঃ (ক) সুপ্রিম কোর্ট
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ