বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? -
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯২১ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ ভারতের চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? -
(ক) যামিনী রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) নন্দলাল বসু
উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ পঞ্চায়েতের নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? -
(ক) রাজ্যপাল
(খ) হাইকোর্টের প্রধান বিচারপতি
(গ) রাষ্ট্রপতি
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ (ক) রাজ্যপাল
প্রশ্নঃ "International Human Rights Day" কবে পালিত হয়? -
(ক) 5 june
(খ) 8 September
(গ) 2 December
(ঘ) 10 December
উত্তরঃ (ঘ) 10 December
প্রশ্নঃ সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? -
(ক) কেরালা
(খ) গুজরাট
(গ) কর্ণাটক
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ক) কেরালা
প্রশ্নঃ মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো -
(ক) অগ্ন্যাশয়
(খ) পিনিয়াল
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) প্যারা থাইরয়েড
উত্তরঃ (খ) পিনিয়াল
প্রশ্নঃ রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে কতদিন? -
(ক) তিনমাস
(খ) ছয়মাস
(গ) ১ বছর
(ঘ) যতদিন তার ইচ্ছা
উত্তরঃ (খ) ছয়মাস
প্রশ্নঃ রান্নার গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তা গ্যাসের কোন্ ধর্মের জন্য ঘটে -
(ক) অভিস্রবণ
(খ) ব্যাপন
(গ) স্বল্প ঘনত্ব
(ঘ) প্রসারণ
উত্তরঃ (খ) ব্যাপন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ