বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ ক্লোরোফর্ম বলা হয় -
(ক) ক্যালসিয়াম সালফেটকে
(খ) ট্রাইক্লোরো মিথেনকে
(গ) ক্লোরোফ্লোরো কার্বনকে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ট্রাইক্লোরো মিথেনকে
প্রশ্নঃ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? -
(ক) সরাষ্ট্রমন্ত্রী
(খ) উপরাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) রাষ্ট্রপতি
উত্তরঃ (খ) উপরাষ্ট্রপতি
প্রশ্নঃ ভারতের নীলনদ বলা হয় কোন্ নদীকে -
(ক) ব্রহ্মপুত্র
(খ) গোদাবরী
(গ) সিন্ধু
(ঘ) গঙ্গা
উত্তরঃ (গ) সিন্ধু
প্রশ্নঃ কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৮৯০ সালে
(খ) ১৮৮৭ সালে
(গ) ১৮৮৪ সালে
(ঘ) ১৮৭৬ সালে
উত্তরঃ (ঘ) ১৮৭৬ সালে
প্রশ্নঃ প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? -
(ক) রাজগৃহ
(খ) গয়া
(গ) পাওয়াপুরি
(ঘ) পাটলিপুত্র
উত্তরঃ (ঘ) পাটলিপুত্র
প্রশ্নঃ পূর্ব ভারতের কোন্ রাজ্যকে "মনির দেশ" দেশ বলা হয়? -
(ক) ত্রিপুরা
(খ) মেঘালয়
(গ) মনিপুর
(ঘ) অরুণাচল প্রদেশ
উত্তরঃ (গ) মনিপুর
প্রশ্নঃ কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? -
(ক) ২রা ডিসেম্বর
(খ) ৫ই ডিসেম্বর
(গ) ৭ই ডিসেম্বর
(ঘ) ৯ই ডিসেম্বর
উত্তরঃ (ক) ২রা ডিসেম্বর
প্রশ্নঃ ডুরালুমিন ব্যবহার করা হয় -
(ক) পাইপ তৈরিতে
(খ) রেললাইন তৈরিতে
(গ) বিমানের যন্ত্রাংশ তৈরিতে
(ঘ) বাসন তৈরিতে
উত্তরঃ (গ) বিমানের যন্ত্রাংশ তৈরিতে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ