বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 31-08-2021 / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 31-08-2021 / gk in bengali / Part 1

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1



প্রশ্ন : স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? -

(ক) জন ওয়াকার

(খ) গ্রাহাম বেল

(গ) জেমস ওয়াট

(ঘ) টমাস সেন্ট

উত্তর : (গ) জেমস ওয়াট


প্রশ্ন : গঙ্গা নদী সমুদ্র প্রবাহিত হয় -

(ক) পাখির পায়ের মতো মোহনার মাধ্যমে

(খ) বদ্বীপ এর মাধ্যমে

(গ) মোহনার মাধ্যমে

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর : (খ) বদ্বীপ এর মাধ্যমে


প্রশ্ন : ভারতের প্রথম এবং শেষ উপরাষ্ট্রপতি কে ছিলেন? -

(ক) মোরারজি দেশাই

(খ) চরণ সিং

(গ) জিভি মাভালানকার

(ঘ) সরদার বল্লভ ভাই প্যাটেল

উত্তর : (ঘ) সরদার বল্লভ ভাই প্যাটেল


প্রশ্ন : বৃন্দাবন গার্ডেন ভারতের কোন রাজ্যে অবস্থিত? -

(ক) পশ্চিমবঙ্গে

(খ) কেরালা

(গ) কর্ণাটক

(ঘ) উত্তর প্রদেশ

উত্তর : (গ) কর্ণাটক


প্রশ্ন : কাছের বৃষ্টি কম হলে চশমার লেন্স ব্যবহার করা হয় তা হল -

(ক) উত্তল লেন্স

(খ) সমতল লেন্স

(গ) অবতলোত্তল লেন্স

(ঘ) অবতল লেন্স

উত্তর : (ক) উত্তল লেন্স


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close