বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার পান -
(ক) ১৯১৩ সালে
(খ) ১৯১৪ সালে
(গ) ১৯১৫ সালে
(ঘ) ১৯১৯ সালে
উত্তরঃ (ক) ১৯১৩ সালে
প্রশ্নঃ নীচের কোন্ দেশের পার্লামেন্টের নাম "সোরা"? -
(ক) সুদান
(খ) নরওয়ে
(গ) আফগানিস্তান
(ঘ) ইরান
উত্তরঃ (গ) আফগানিস্তান
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায়? -
(ক) লুসেন
(খ) নিউইয়র্ক
(গ) ওয়াশিংটন
(ঘ) মস্কো
উত্তরঃ (ক) লুসেন
প্রশ্নঃ পাবলিক সেফটি বিলের প্রবর্তক কে? -
(ক) লর্ড লিনলিথগো
(খ) লর্ড আরউইন
(গ) লর্ড ওয়াভেল
(ঘ) লর্ড ক্যানিং
উত্তরঃ (খ) লর্ড আরউইন
প্রশ্নঃ মুদ্রাস্ফীতি হল -
(ক) ক্রমাহত মূল্যস্তর বৃদ্ধি
(খ) ঘাটতি ব্যয় বৃদ্ধি
(গ) উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি
(ঘ) একবারের মত মূল্যস্তর বৃদ্ধি
উত্তরঃ (ক) ক্রমাহত মূল্যস্তর বৃদ্ধি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ