বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ পায়রা কীসের প্রতীক -
(ক) সততার প্রতীক
(খ) শান্তির প্রতীক
(গ) সত্যের প্রতীক
(ঘ) সাম্যের প্রতীক
উত্তরঃ (খ) শান্তির প্রতীক
প্রশ্নঃ "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" - কে বলেছে? -
(ক) কার্ল মাক্স
(খ) নেলসন ম্যান্ডেলা
(গ) গান্ধীজী
(ঘ) মার্টিন লুথার কিং
উত্তরঃ (গ) গান্ধীজী
প্রশ্নঃ ইবন বাতুতা কোন্ সম্রাটের শাসনকালে ভারতে আসেন? -
(ক) আলাউদ্দিন খিলজি
(খ) মহম্মদ বিন তুঘলক
(গ) শের শাহ
(ঘ) আকবর
উত্তরঃ (খ) মহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম বাঁধ কোন্টি? -
(ক) ইন্দিরা সাগর বাঁধ
(খ) ভাকরা নাঙ্গাল বাঁধ
(গ) হিরাকুদ বাঁধ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) হিরাকুদ বাঁধ
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বনভূমি কোথায় অবস্থিত? -
(ক) কানাডা
(খ) রাশিয়া
(গ) আমাজন আববাহিকা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) আমাজন আববাহিকা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ