বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ সবচেয়ে ছোট ফুলের উদ্ভিদ হল -
(ক) ফিকাস
(খ) আজোলা
(গ) লেমা
(ঘ) উলফিয়া
উত্তরঃ (ঘ) উলফিয়া
প্রশ্নঃ মারিয়ানা হলো বিশ্বের -
(ক) গভীরতম খাত
(খ) বৃহত্তম গির্জা
(গ) উচ্চতম স্থান
(ঘ) গভীরতম হ্রদ
উত্তরঃ (ক) গভীরতম খাত
প্রশ্নঃ অপারেশন মেঘদূতের উদ্দেশ্য ছিল -
(ক) অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন
(খ) ভারতীয় বায়ুসেনার সিয়াচেন হিমবাহে কর্তৃক কায়েম
(গ) সাক্ষরতা অভিযান
(ঘ) ভারতীয় বিমাননাহিনী কর্তৃক উত্তরাখন্ডে উদ্ধারকার্য
উত্তরঃ (খ) ভারতীয় বায়ুসেনার সিয়াচেন হিমবাহে কর্তৃক কায়েম
প্রশ্নঃ ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন্টি? -
(ক) সিকিমের রঙ্গিত
(খ) মহারাষ্ট্রের কোয়েনা
(গ) জম্মু ও কাশ্মীরের উরি
(ঘ) দার্জিনিং -এর সিদ্রাপং
উত্তরঃ (ঘ) দার্জিনিং -এর সিদ্রাপং
প্রশ্নঃ কলকাতার নাম আলীনগর কে দেন? -
(ক) মীরজাফর
(খ) মুর্শিদকুলি খান
(গ) মিরকাসিম
(ঘ) সিরাজউদ্দৌলা
উত্তরঃ (ঘ) সিরাজউদ্দৌলা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ