Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / Part 4
প্রশ্নঃ সম্প্রতি, পাকিস্তানের কোন স্থানে বোমা বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছে? -
(ক) পেশওয়ার
(খ) কেট্টা
(গ) থাট্টা
(ঘ) গ্বাদর
উত্তরঃ (ঘ) গ্বাদর
প্রশ্নঃ সম্প্রতি, ভারত কোন দেশের সাথে AK-103 অ্যাসল্ট রাইফেল কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? -
(ক) ফ্রান্স
(খ) রুশ
(গ) ইজরায়েল
(ঘ) আমেরিকা
উত্তরঃ (খ) রুশ
প্রশ্নঃ সম্প্রতি, কোন দেশ একটি নতুন অনলাইন গোপনীয়তা আইন পাস করেছে? -
(ক) চিন
(খ) আমেরিকা
(গ) ফ্রান্স
(ঘ) জাপান
উত্তরঃ (ক) চিন
প্রশ্নঃ বিশ্ব খাদ্য কর্মসূচির মতে কোন দেশে 39 মিলিয়ন মানুষের মধ্যে 14 মিলিয়ন মানুষ বর্তমানে তীব্র ক্ষুধার সম্মুখীন? -
(ক) আফগানিস্থান
(খ) ইন্দোনেশিয়া
(গ) পাকিস্থান
(ঘ) ইয়ুগান্ডা
উত্তরঃ (ক) আফগানিস্থান
প্রশ্নঃ বেঙ্গালুরুতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ভারত কোন সংস্থার সঙ্গে 500 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে? -
(ক) Asian Development Bank
(খ) World Bank
(গ) International Monetary Fund
(ঘ) None of These
উত্তরঃ (ক) Asian Development Bank
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ