বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল -
(ক) আনাইমুদি
(খ) জিন্দাগাদা
(গ) নীলগিরি
(ঘ) মহেন্দ্রগিরি
উত্তরঃ (খ) জিন্দাগাদা
প্রশ্নঃ এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন -
(ক) বাণভট্ট
(খ) সমুদ্রগুপ্ত
(গ) হরিসেন
(ঘ) রুদ্রদমন
উত্তরঃ (গ) হরিসেন
প্রশ্নঃ বজ্রপাতের দেশ বলা হয় -
(ক) বাংলাদেশ
(খ) নেপাল
(গ) পাকিস্থান
(ঘ) ভুটান
উত্তরঃ (ঘ) ভুটান
প্রশ্নঃ হুমায়ুননামা কার রচনা? -
(ক) গুলবদন বেগম
(খ) বাদাওনি
(গ) ফইজি
(ঘ) আবুল ফজল
উত্তরঃ (ক) গুলবদন বেগম
প্রশ্নঃ আদি গঙ্গা কোন্ জেলায় অবস্থিত? -
(ক) কোচবিহার
(খ) দক্ষিণ ২৪ পরগণা
(গ) কলকাতা
(ঘ) হাওড়া
উত্তরঃ (খ) দক্ষিণ ২৪ পরগণা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ