বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ নীচের কোনটিকে লাইম ওয়াটার বলা হয় ?
(ক) ক্যালসিয়াম হাইড্রাক্সাইড
(খ) সোডিয়াম হাইড্রাক্সাইড
(গ) ক্যালসিয়াম কার্বনেট
(ঘ) সোডিয়াম কার্বনেট
উত্তরঃ (ক) ক্যালসিয়াম হাইড্রাক্সাইড
প্রশ্নঃ মীরাবাঈ চানু কোন খেলার সঙ্গে যুক্ত?
(ক) ভারোত্তোলন
(খ) স্নুকার
(গ) ব্যাডমিন্টন
(ঘ) জ্যাভলিন থ্রো
উত্তরঃ (ক) ভারোত্তোলন
প্রশ্নঃ সর্ব প্রথম চাঁদের মাটিতে পা রাখেন কে?
(ক) নীল আর্মস্ট্রং
(খ) ম্যাজেলন
(গ) জস্ক তারা
(ঘ) ইউরি গ্যাগরিন
উত্তরঃ (ক) নীল আর্মস্ট্রং
প্রশ্নঃ শীলভদ্র কোন বিশ্ববিদ্যালইয়ের আধ্যাপক ছিলেন ?
(ক) তক্ষশীলা
(খ) নালন্দা
(গ) বিক্রমশীলা
(ঘ) সোমপুরী
উত্তরঃ(খ) নালন্দা
প্রশ্নঃ সাম্প্রতিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান এর মর্যাদা পাওয়া শহর "রামাপ্পা মন্দির" রাজ্যে অবস্থিত-
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) আসাম
(গ) তেলেঙ্গানা
(ঘ) গুজরাট
উত্তরঃ(গ) তেলেঙ্গানা
প্রশ্নঃ চারণ কবি কাকে বলে?
(ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(খ) মুকুন্দ দাস
(গ) কালিদাস রায়
(ঘ) দীনেশ দাস
উত্তরঃ(খ) মুকুন্দ দাস
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ