LightBlog
বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 1

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1



প্রশ্নঃ প্রবোধ চদ্রিকা গ্রন্থের রচয়িতা কে? -

(ক) মীর মোশারফ হোসেন

(খ) নজরুল ইসলাম

(গ) কাজী ইমদাদুল হক

(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার


 প্রশ্নঃ পৃথিবীর ছাদ কাকে বলা হয়? -

(ক) হিমালয় পর্বতকে

(খ) পামির মালভূমিকে

(গ) বিন্ধ পর্বতকে

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) পামির মালভূমিকে


 প্রশ্নঃ ভারতের প্রথম কোথায় গান্ধিজী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন? -

(ক) চম্পারণ

(খ) নাগপুর

(গ) বরদৌলি

(ঘ) আমেদাবাদ

উত্তরঃ (ক) চম্পারণ


 প্রশ্নঃ ভারতের অরন্য গবেষণারকেন্দ্র কোথায় রয়েছে? -

(ক) দার্জিলিঙে

(খ) দেরাদুনে

(গ) কলকাতায়

(ঘ) বকসায়

উত্তরঃ (খ) দেরাদুনে


 প্রশ্নঃ জীবের উৎপত্তি প্রথম ঘটেছিল কোথায়? -

(ক) বনভূমিতে

(খ) মাটিতে

(গ) জলে

(ঘ) বায়ুতে

উত্তরঃ (গ) জলে


 প্রশ্নঃ ভারতের কোথায় মহাকাশ যান পাঠানোর কেন্দ্রটি অবস্থিত? -

(ক) পুনে

(খ) শ্রীহরিকোটা

(গ) হুইলার দ্বীপ

(ঘ) থুম্বা

উত্তরঃ (খ) শ্রীহরিকোটা


 প্রশ্নঃ গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? -

(ক) রাজা রামমোহন রায়

(খ) জ্যোতিবা ফুলে

(গ) অ্যামি বেসান্ত

(ঘ) গোপালকৃষ্ণ গোখলে

উত্তরঃ (খ) জ্যোতিবা ফুলে


 প্রশ্নঃ ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? -

(ক) এটলী

(খ) লর্ড লিনলিথগো

(গ) লর্ড মাউন্টব্যাটেন

(ঘ) লর্ড ওয়াভেল

উত্তরঃ (গ) লর্ড মাউন্টব্যাটেন


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close