বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ বৃক্কের গঠনগত এবং কার্যগত একক -
(ক) শিরা
(খ) রাইব
(গ) নেফ্রন
(ঘ) নিউনিন
উত্তরঃ (গ) নেফ্রন
প্রশ্নঃ বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? -
(ক) কটক
(খ) জামশেদপুর
(গ) রাঁচি
(ঘ) পুরুলিয়া
উত্তরঃ (গ) রাঁচি
প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
(ক) রাসবিহারী বসু
(খ) মঙ্গল পান্ডে
(গ) মিহির সেন
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (খ) মঙ্গল পান্ডে
প্রশ্নঃ ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন কে? -
(ক) ইন্দ্রা গান্ধী
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) দাদাভাই নৌরজি
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) দাদাভাই নৌরজি
প্রশ্নঃ নীচের কোন্ রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? -
(ক) কার্বলিক অ্যাসিড
(খ) সাইট্রিক অ্যাসিড
(গ) ম্যালিক অ্যাসিড
(ঘ) ফরমিক অ্যাসিড
উত্তরঃ (ঘ) ফরমিক অ্যাসিড
প্রশ্নঃ যামনী রায় নীচের কোন্ ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যাক্তি? -
(ক) সঙ্গীতজ্ঞ
(খ) খেলাধুলা
(গ) চলচ্চিত্র
(ঘ) চিত্রকলা
উত্তরঃ (ঘ) চিত্রকলা
প্রশ্নঃ দুধে নীচের কোন্ শর্করা উপস্থিত? -
(ক) ল্যাকটোজ
(খ) ফ্রুকটোজ
(গ) সুক্রোজ
(ঘ) গ্লুকোজ
উত্তরঃ (ক) ল্যাকটোজ
প্রশ্নঃ "ব্রিটিশ ওপেন" কোন্ খেলার সঙ্গে যুক্ত? -
(ক) ক্রিকেট
(খ) হকি
(গ) গলফ
(ঘ) ব্যাডমিন্টন
উত্তরঃ (গ) গলফ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ