বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ জৈন গ্রন্থ "রত্ন মালিকা" রচনা করেন? -
(ক) মহাবীর
(খ) পার্শ্বনাথ
(গ) অমোঘবর্ষ
(ঘ) ভদ্রবাহু
উত্তরঃ (গ) অমোঘবর্ষ
প্রশ্নঃ মহাবীর কোন্ গাছের নীচে দিব্য জ্ঞান লাভ করেন? -
(ক) শালগাছ
(খ) তাল
(গ) বট
(ঘ) উপরের কোনৈটিই নয়
উত্তরঃ (ক) শালগাছ
প্রশ্নঃ "পঞ্চসিদ্ধান্তিকা" গ্রন্থটির রচয়িতা কে? -
(ক) সুশ্রুত
(খ) আর্যভট্ট
(গ) চরক
(ঘ) বরাহমিহির
উত্তরঃ (ঘ) বরাহমিহির
প্রশ্নঃ তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? -
(ক) ১৫৫৬ সালে
(খ) ১৫৬৫ সালে
(গ) ১৬৫৬ সালে
(ঘ) ১৬৬৫ সালে
উত্তরঃ (খ) ১৫৬৫ সালে
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে সবথেকে বেশি তুলা উৎপাদন হয়? -
(ক) কর্ণাটক
(খ) হিমাচল প্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (গ) মহারাষ্ট্র
প্রশ্নঃ ইতিহাসের জনক কাকে বলা হয়? -
(ক) রুশোকে
(খ) প্লিনিকে
(গ) থুকিডিডিসকে
(ঘ) হেরোডোটাসকে
উত্তরঃ (ঘ) হেরোডোটাসকে
প্রশ্নঃ প্রথম জৈন সংগীত সম্মেলন কার আমলে অনুষ্ঠিত হয়? -
(ক) অশোক
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ) কালাশোক
(ঘ) বিন্দুসার
উত্তরঃ (খ) চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ নীচের কোন্ গ্যাসটি সবচেয়ে হালকা? -
(ক) সালফার ডাই অক্সাইড
(খ) নাইট্রোজেন
(গ) অক্সিজেন
(ঘ) হাইড্রোজেন
উত্তরঃ (ঘ) হাইড্রোজেন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ