বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 13-08-2021 / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 13-08-2021 / gk in bengali / Part 1

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1




প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? -

(ক) ভি ডি গিরি

(খ) ফকুরুদ্দিন আলি আহমেদ

(গ) রাজেন্দ্র প্রসাদ

(ঘ) সর্বপল্লী রাধাকৃষ্ণন

উত্তরঃ (ঘ) সর্বপল্লী রাধাকৃষ্ণন


প্রশ্নঃ জৈন ধর্মের প্রতিষ্ঠা করেন? -

(ক) পার্শ্বনাথ

(খ) ভদ্রগাহু

(গ) ঋষভ নাথ

(ঘ) মহাবীর

উত্তরঃ (ঘ) মহাবীর


প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? -

(ক) ম্যানোমিটার

(খ) ওডোমিটার

(গ) থার্মোমিটার

(ঘ) ব্যারোমিটার

উত্তরঃ (ঘ) ব্যারোমিটার


প্রশ্নঃ মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন? -

(ক) ৪২ বছর

(খ) ৫৮ বছর

(গ) ৭২ বছর

(ঘ) ৮০ বছর

উত্তরঃ (গ) ৭২ বছর


প্রশ্নঃ দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? -

(ক) রাজগৃহ

(খ) বল্লভী

(গ) বৈশালী

(ঘ) পাটলিপুত্র

উত্তরঃ (খ) বল্লভী


প্রশ্নঃ ভূগোলের জনক কাকে বলা হয়? -

(ক) গ্রেগর জোহান মেন্ডেল

(খ) কারোলাস লিনিয়াস

(গ) শেক্সপিয়র

(ঘ) ইরাটস থেনিস

উত্তরঃ (ঘ) ইরাটস থেনিস


প্রশ্নঃ ভারতের একমাত্র কোন্‌ অরণ্যে সিংহ দেখা যায়? -

(ক) করবেট

(খ) গির

(গ) সিমলিপাল

(ঘ) বান্ধবগড়

উত্তরঃ (খ) গির


প্রশ্নঃ জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? -

(ক) জামেলি

(খ) যশোদা

(গ) মালিনাথ

(ঘ) প্রিয় দর্শনা

উত্তরঃ (গ) মালিনাথ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close