Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ Natwest Group Earth Heroes Award জিতলো ভারতের কোন্ টাইগার রিজার্ভ?
(ক) সিমলিপাল টাইগার রিজার্ভ
(খ) সাতপুরা টাইগার রিজার্ভ
(গ) নামদাফা টাইগার রিজার্ভ
(ঘ) পান্না টাইগার রিজার্ভ
উত্তরঃ (খ) সাতপুরা টাইগার রিজার্ভ
প্রশ্নঃ স্থানীয় ব্যবসায়ীদের বিদেশ ব্যবসা করতে সাহায্য করার জন্য Mission Niryatak Bano ক্যাম্পেইন লঞ্চ করলো কোন্ রাজ্য সরকার? -
(ক) রাজস্থান
(খ) হরিয়ানা
(গ) গুজরাট
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তরঃ (ক) রাজস্থান
প্রশ্নঃ সম্প্রতি কোন্ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন শিব নাদার? -
(ক) Ashok Leyland
(খ) Wipro
(গ) HCL
(ঘ) TCS
উত্তরঃ (গ) HCL
প্রশ্নঃ জিবের পেছনে যে ধরনের স্বাদ বোঝাযায় তা হলো -
(ক) টক
(খ) নোনতা
(গ) মিষ্টি
(ঘ) তেতো
উত্তরঃ (ঘ) তেতো
প্রশ্নঃ "মিতিন মাসি" গোয়েন্দা চরিত্র কার সৃষ্টি? -
(ক) নবনীতা দেবসেন
(খ) তিলোত্তমা মজুমদার
(গ) প্রজ্ঞাপারমিতা মুখার্জী
(ঘ) সুচিত্রা ভট্টাচার্য
উত্তরঃ (ঘ) সুচিত্রা ভট্টাচার্য
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ