Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ EOS-03 নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কোন্ মহাকাশ গবেষণা সংস্থা? -
(ক) SpaceX
(খ) ESA
(গ) ISRO
(ঘ) NASA
উত্তরঃ (গ) ISRO
প্রশ্নঃ বৃহস্পতির কোন্ উপগ্রহে জলীয় বাষ্পের সন্ধান পেল নাসার হাবেল টেলিস্কোপ? -
(ক) ক্যালিষ্ট
(খ) মেটিস
(গ) ইউরোপা
(ঘ) গ্যানিমিড
উত্তরঃ (ঘ) গ্যানিমিড
প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত নন্দু নাটেকর কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলনে? -
(ক) গলফ
(খ) হকি
(গ) ফুটবল
(ঘ) ব্যাডমিন্টন
উত্তরঃ (ঘ) ব্যাডমিন্টন
প্রশ্নঃ কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? -
(ক) প্রেমেন্দ্র মিত্র
(খ) সজনীকান্ত দাশ
(গ) দীনেশরঞ্জন দাশ
(ঘ) বুদ্ধদেব বসু
উত্তরঃ (গ) দীনেশরঞ্জন দাশ
প্রশ্নঃ "Presidential Years" - আত্মজীবনীর রচয়িতা কে? -
(ক) সত্যজিৎ রায়
(খ) প্রণব মুখার্জি
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) মনমোহন সিং
উত্তরঃ (খ) প্রণব মুখার্জি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ