Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 05-08-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 05-08-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1





প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ দেশের সেনাপ্রধান নিজেকে প্রধানমন্ত্রী বলে ঘোষণা করলেন? -

(ক) শ্রীলঙ্কা

(খ) মায়ানমার

(গ) বাংলাদেশ

(ঘ) আস্ট্রেলিয়া

উত্তরঃ (খ) মায়ানমার


প্রশ্নঃ কোন্‌ দেশকে ২০২১ সালের আগস্ট মাসের সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ (UNSC) এর অধ্যায়নার দায়িত্ব দেওয়া হলো? -

(ক) রুশ

(খ) চীন

(গ) ভারত

(ঘ) নেপাল

উত্তরঃ (গ) ভারত


প্রশ্নঃ সম্প্রতি কোন্‌ দেশের প্রত্যেক ডক্টরদের গোল্ডেন ভিজা দেওয়া হবে? -

(ক) UAE

(খ) Oman

(গ) Germany

(ঘ) France

উত্তরঃ (ক) UAE


প্রশ্নঃ সম্প্রতি ভারত ও চীন কোথায় স্থাপন করল? -

(ক) অরুনাচল প্রদেশ

(খ) জম্মু

(গ) লাদাক

(ঘ) সিক্কিম

উত্তরঃ (ঘ) সিক্কিম


প্রশ্নঃ বয়স্কদের কোভিটের বুস্তার ডোস দেওয়া প্রথম দেশ হল -

(ক) চিলি

(খ) ইজরায়েল

(গ) কেনিয়া

(ঘ) নেপাল

উত্তরঃ (খ) ইজরায়েল


প্রশ্নঃ দুটি অলিম্পিকে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা হলেন -

(ক) সাইনা নেহাল

(খ) মনিকা বাত্রা

(গ) পি ভি সিন্ধু

(ঘ) দীপিকা কুমারি

উত্তরঃ (গ) পি ভি সিন্ধু


প্রশ্নঃ "Hungarian Grand Prix 2021" কে জিতলো? -

(ক) Esteban Ocon

(খ) Sebastian Vettel

(গ) Max Verstappen

(ঘ) Lewis Hamilton

উত্তরঃ (ক) Esteban Ocon


প্রশ্নঃ ভারতে প্রথম বার "মুসলিম মহিলা অধিকার দিবস" কোন্‌ তারিখে পালন করা হল -

(ক) ৩০শে জুলাই

(খ) ৩১শে জুলাই

(গ) ১লা আগস্ট

(ঘ) ২রা আগস্ট

উত্তরঃ (গ) ১লা আগস্ট


প্রশ্নঃ সম্প্রতি ২০২১ সালে "লোকমান্য তিলম রাষ্ট্রীয় পুরস্কার" কে পেলেন? -

(ক) সাইরাস পুনাবালা

(খ) প্রতিভা জোশী

(গ) সুধাকর জোশী

(ঘ) অমর্ত্য সেন

উত্তরঃ (ক) সাইরাস পুনাবালা


প্রশ্নঃ "1 Crore FASTags" জারি করল দেশের কোন্‌ ব্যাংক? -

(ক) HDFC Bank

(খ) Jio Payment Bank

(গ) Airtel Payment Bank

(ঘ) PayTM Payment Bank

উত্তরঃ (ঘ) PayTM Payment Bank


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close