LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 04-08-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 04-08-2021/ Daily Current Affairs Today Part 6

 Current Affairs / General Knowledge in Bengali Part 6



প্রশ্নঃ বৃহস্পতির কোন্‌ উপগ্রহে জলের প্রমাণ পেলো নাসার হাবল টেলিস্কোপ? -

(ক) ক্যালিস্টো

(খ) ইউরোপা

(গ) আইও

(ঘ) গ্যানিমিড

উত্তরঃ (ঘ) গ্যানিমিড


প্রশ্নঃ কোন্‌ রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের প্রতিবছর ৬০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করল? -

(ক) ঝাড়খন্ড

(খ) মহারাষ্ট্র

(গ) ছত্রিশগড়

(ঘ) রাজস্থান

উত্তরঃ (গ) ছত্রিশগড়


প্রশ্নঃ সম্প্রতি, কে ভারতে e-RUPI ডিজিটাল পেমেন্ট সলিউশন লঞ্চ করল? -

(ক) অশ্বিনী বৈষ্ণব

(খ) রাজনাথ সিং

(গ) নরেন্দ্র মোদি

(ঘ) অমিত শাহ

উত্তরঃ (গ) নরেন্দ্র মোদি


প্রশ্নঃ ভ্রুনের গঠনে অংশ নেয় কোন্‌ ভিটামিন? -

(ক) ভিটামিন A

(খ) ভিটামিন C

(গ) ভিটামিন E

(ঘ) ভিটামিন D

উত্তরঃ (গ) ভিটামিন E


প্রশ্নঃ নীচের কোন্‌টির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? -

(ক) সোনা

(খ) তামা

(গ) লোহা

(ঘ) ঘোড়া

উত্তরঃ (গ) লোহা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close