মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো -
(ক) বট
(খ) পলাশ
(গ) ফনীমনসা
(ঘ) আম
উত্তরঃ (গ) ফনীমনসা
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো -
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস
(ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ (খ) অক্সিজেন
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো -
(ক) গন্ডার
(খ) ডোডো
(গ) কুমির
(ঘ) হরিণ
উত্তরঃ (খ) ডোডো
২. শুণ্যস্থান পূরণ করো :
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ___________।
উত্তরঃ জোড়া
২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের __________মাপা হয়।
উত্তরঃ ভর
২.৩ __________ থেকে বেরোয় লালারস।
উত্তরঃ লালাগ্রন্থি
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে?
উত্তরঃ হলার মেশিন বা ঢেঁকি ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবো।
৩.২ ফুসফুস ভালো রাখার উপায় কী কী?
উত্তরঃ নীচে ফুসফুসের ভালো রাখার উপায়গুলি আলোচনা করা হলো -
(১) নিয়মিত শ্বাসের ব্যায়াম করা
(২) মুক্ত বাতাসে ছোটাছুটি ও খেলা করা
(৩) ধোঁয়া ও ধুলো থেকে দূরে থাকা।
(৪) মুখে মাস্ক পরে বাড়ির বাইরে বেরোতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ "বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন" - কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়?
উত্তরঃ বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান যে কারনগুলির জন্য বিপন্ন তা আলোচনা করা হলো -
(১) মানুষ তাদের নিজেদের বাসস্থানের জন্য প্রচুর পরিমানে জঙ্গল কেটে ফেলছে।
(২) প্রাণীদের জন্য পাণীয় জলের ও খাবারের অভাব দেখা দিচ্ছে।
(৩) মানুষ বিভিন্ন জায়গার জলাশয় বন্ধ করে বাড়ি-ঘর তৈরি করে কৃত্রিম ভাবে জলের অভাব তৈরি করেছে।
(৪) বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারনেও প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে।
(৫) বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয়। এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে।
Other Model Activity Task : Model Activity Task 2022
Sir.plz quickly give us ans.
উত্তরমুছুনভীষণ হেল্প করছেন আপনারা আমাদের আপনার সাহায্য পেয়ে আমাদের ছেলে মেয়েরা খুব আনন্দ পেয়েছে
মুছুন