মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
গণিত
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
(ক) নীচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হলো –
(a) ০১২
(b) ১০২
(c) ০১
(d) ১০
উত্তরঃ
(খ) ২, ৩, ৪ সংখ্যা তিনটি দিয়ে তিন অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যাটি হলো –
(a) ২৩৪
(b) ৩৪২
(c) ৪৩২
(d) ৪২৩
উত্তরঃ
(গ) ২৩৮ % ৩ করলে আমরা পাবো ২৩৮ = ৩ * ৭৯ + ১ এখানে ভাগফল হলো
(a) ২৩৮
(b) ৩
(c) ৭৯
(d) ১
উত্তরঃ
(ঘ) শচীনের রান ১২৮। ২ – এর স্থানীয় মান
(a) ১-এর স্থানীয় মান থেকে বেশি
(b) ১-এর স্থানীয় মান থেকে কম
(c) ২
(d) ১
উত্তরঃ
২. সত্য/মিথ্যা লেখো :
(ক) ৯৯ –এর পরের সংখ্যাটি দুই অঙ্কের।
উত্তরঃ মিথ্যা
(খ) ৩০২ – কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো ৩০ + ০ + ২।
উত্তরঃ মিথ্যা
(গ) ৫৫৫ + ৫ এই যোগফলে এককের ঘরের অঙ্কটি ০।
উত্তরঃ সত্য
(ঘ) দ্রাবিড়ের রান ১১৯ এবং লক্ষ্মণের রান ১১১ হলে, লক্ষ্মণের রান দ্রাবিড়ের
রান থেকে ৮ রান কম।
উত্তরঃ সত্য
৩. স্তম্ভ মেলাও (যে কোনো ৩টি) :
প্রথম স্তম্ভ |
দ্বিতীয় স্তম্ভ |
দুইশত পাঁচ |
১০০+১০০+১০+১০+১০+১০+১০ |
পাঁচ শত দুই |
৫২০ |
দুইশত পঞ্চাশ |
২০৫ |
৫০০ থেকে ২০ বেশি |
৫০০+০+২ |
উত্তরঃ
প্রথম স্তম্ভ |
দ্বিতীয় স্তম্ভ |
দুইশত পাঁচ |
২০৫ |
পাঁচ শত দুই |
৫০০+০+২ |
দুইশত পঞ্চাশ |
১০০+১০০+১০+১০+১০+১০+১০ |
৫০০ থেকে ২০ বেশি |
৫২০ |
৪. (ক) ছোটো থেকে বড়ো সাজাও : ৪২৩, ২০৫, ২৩৬, ৫৮৬
উত্তরঃ
(খ) সাজিয়ে বিয়োগ করো : ৫০১ – ২৯
উত্তরঃ
(গ) আজ দীপুর জালে ১৯৮ টি রুই মাছ উঠেছে আর মাসুমের জালে ১৭৬ টি রুই মাছ উঠেছে।
কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে?
উত্তরঃ দীপুর জালে ১৯৮ টি রুই মাছ উঠেছে
মাসুমের জালে ১৭৬ টি রুই মাছ উঠেছে
অতএব, দীপুর জালে (১৯৮ - ১৭৬) টি
= ২২ টি বেশি রুই মাছ উঠেছে।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ