মডেল অ্যক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো -
(ক) চামড়া
(খ) চোখ
(গ) কান
(ঘ) জিভ
উত্তরঃ (ঘ) জিভ
১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো -
(ক) মাছ
(খ) ডিম
(গ) সবজি
(ঘ) চিপস
উত্তরঃ (ঘ) চিপস
১.৩ মাটির নীচের একটি আনাজ হলো -
(ক) ঢেঁড়শ
(খ) ঝিঙে
(গ) আলু
(ঘ) কুমড়ো
উত্তরঃ (গ) আলু
২. ঠিক বাক্যের পাশে ✅ আর ভুল বাক্যের পাশে ❌ চিহ্ন দাও :
২.১ স্কিপিং-এ হাতের কবজির কোনো কাজ হয় না।
উত্তরঃ ❌
২.২ পেঁয়াজ হলো গাছের মূল।
উত্তরঃ ❌
২.৩ সয়াবিন একটি প্রানীজ খাবার।
উত্তরঃ ❌
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন?
উত্তরঃ চোখ আমাদের খুবই মূল্যবান ইন্দ্রিয়। চোখ না থাকলে, বা চোখ খারাপ হলে আমরা কিছুই দেখতে পাব না। সুতরাং আমরা জীবনে কোনো কাজই সুষ্ঠ ভাবে করতে পারবো না। তাই আমাদের চোখের যত্ন নেওয়া উচিত।
৩.২ এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য।
উত্তরঃ কলা - কলার খোসা আমাদের খাদ্য না হলেও তা অন্য প্রানীদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
কাঁঠাল - কাঁঠালের ভোঁতা আমাদের খাদ্য না হলেও তা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লো?
উত্তরঃ আগেকার দিনে নানা জায়গার লোক নানারকম খাদ্য চিনেছিল। দুরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না। মাঝে ছিল সাগরের অথই জল। অনেক পড়ে বড়ো বড়ো জাহাজ তৈরি করতে শিখল মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারল। এদেশ যা নেই, লোকেরা জাহাজে করে তা আনত। সে দেশে যা নেই, তা নিয়ে যেত। এই ভাবে নানারকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো।
Other Model Activity Task : Model Activity Task 2022
Answer
উত্তরমুছুনএমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য
উত্তরমুছুনএমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য
উত্তরমুছুনবটফল,নিমফল
উত্তরমুছুন