মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
তৃতীয় শ্রেণি
১. নীচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে (✅) চিহ্ন আর যেটা ভুল তার পাশে (❌) চিহ্ন দাও :
১.১ 'সত্যি সোনা' গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ।
উত্তরঃ ❌
১.২ 'আমরা চাষ করি আনন্দে' কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ ✅
১.৩ 'আমাকে ক্ষমা করবেন।' - কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তরঃ ❌
১.৪ 'দেয়ালের ছবি' গল্পে বাঘকে শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল।
উত্তরঃ ✅
১.৫ সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম 'কুসুমপুরের শালিক'।
উত্তরঃ ✅
১.৬ ফুলপরিরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল।
উত্তরঃ ❌
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়।' - বক্তা কোন্ কথা বলবেন?
উত্তরঃ বুড়ো চাষি তার ছেলেকে বলবেন সোনা কোথায় লুকোনো আছে।
২.২ 'পুলক' শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
উত্তরঃ আজ আমার মন খুব পুলকিত, কেননা কালকে আমি আমার পরিবারকে নিয়ে বেড়াতে যাবো।
২.৩ 'নিজের হাতে নিজের কাজ' গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তরঃ নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কারমাটার স্টেশনে ঘটেছে।
২.৪ 'দুজনে রওনা দিল বনের পথে।' - কোন্ দুজনের কথা এখানে বলা হয়েছে?
উত্তরঃ এখানে দুজন বলতে বাঘ ও শিকারের কথা বলা হয়েছে।
২.৫ 'সারাদিন' কবিতায় শিশুটি খাতায় পাতায় কী কী আঁকে?
উত্তরঃ সারাদিন কবিতায় শিশুটি খাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখি প্রভৃতির ছবি আঁকে।
২.৬ 'চলো, আমরা ফুল নিয়ে আসি।' - কারা একথা বলেছিল?
উত্তরঃ সুখলতা রাও - এঁর লেখা "ফুল" গল্পে ফুলপরিরা একথাটি বলেছিল।
৩. নিজের ভাষায় উত্তর দাও :
৩.১ 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় প্রকৃতির রূপ কীভাবে ফুটে উঠেছে?
উত্তরঃ 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন। গ্রাম বাংলার কৃষক ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক । কৃষকেরা রোদ ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন। চষা মাটির গন্ধে ছুটে আশা বাতাসে যেন বাঁশ বাগানের পাতায় গান শুনিয়ে যায়। তরুন কবির মনেও নতুন নতুন ছন্দ জেগে ওঠে। অঘ্রানের সোনার রোদ, পূর্ণিমার চাঁদের আলো ও ধানের শিষের পুলকে, যেন সারা পৃথিবী হেসে ওঠে।
৩.২ 'আমি আর কখনও নিজের কাজ নিজের হাতে করতে সঙ্কুচিত হব না।' - ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কী?
উত্তরঃ 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ডাক্তার বাবু কুলিকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন যে তিনি কুলি নন। তার নাম ঈশ্বর চন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তার বাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন। এই ভাবে তিনি উপযুক্ত শিক্ষা পেয়ে নিজের হাতে নিজের কাজ করার কথা ভাবলেন।
৩.৩ 'তা এটা কী মানুষের আঁকা?' - বাঘ এমন প্রশ্ন করেছিল কেন?
উত্তরঃ দেওয়ালের ছবি গল্পে বাঘ একদিন শিকারির বাড়ি গিয়ে দেওয়ালে একটি হাতে আঁকা ছবি দেখতে পেল। ছবিতে একজন শিকারি হাতে তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি বাঘ তার পায়ের নীচে শুয়ে আছে। শিকারি এমন ভাব দেখাচ্ছে যেন সে বিরাট কোনো কাজ করেছে। এই দেখে বাঘ এমন প্রশ্ন করেছিল। কারণ ছবিটি যদি মানুষ না একে কোন বাঘ আঁকত তাহলে সেটি অন্য রকম হত। তাছাড়া একটা প্রাণীকে মেরে মজা করার মতো জঘন্য কাজ শুধুমাত্র মানুষই করতে পারে।
৩.৪ 'এখানে নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে।' - পৃথিবীতে নেমে এসে তারা কী করে?
উত্তরঃ সুখলতা রাও - এর লেখা "ফুল" গল্পে বলা হয়েছে এখানো নাকি ফুল পরিরা পৃথিবীতে নেমে আসে। ফুলপরিরা পৃথিবীতে নেমে আসে রাতে চাঁদের আলোতে এবং তারপর তারা সারা রাত ফুল বনে হাত ধরা ধরি করে নাচে ও ভোর হলে তারা সবাই নিজেদের দেশে চলে যায়।
৪. শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো :
৪.১ প __________ ন্ত
উত্তরঃ র্য
৪.২ ডা __________ র
উত্তরঃ ক্তা
৪.৩ প্রতি __________
উত্তরঃ জ্ঞা
৪.৪ __________ ঙ্গল
উত্তরঃ জ
৪.৫ র ___________ ন
উত্তরঃ ঞ্জ
৫. বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কী কী?
উত্তরঃ
স্বরবর্ণ - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ
স্বরধ্বনি - অ, আ, ই, উ, এ, ও, অ্যা
৬. নীচের বাক্যগুলোর শব্দ কীভাবে তৈরি লেখো :
৬.১ ছেলের চোখদুটো লোভে চকচক করে ওঠে।
৬.২ ধানের শিষে পুলক ছোটে।
৬.৩ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।
৬.৪ ছোটো দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল।
উত্তরঃ
উদ্দেশ্য |
বিধেয় |
৬.১ ছেলের চোখদুটি |
লোভে চকচক করে উঠে। |
৬.২ পুলক |
ধানের শিষে, ছোটে। |
৬.৩ ডাক্তারবাবু |
নাম শুনে, চমকে উঠলেন। |
৬.৪ তারা |
ছোটো দাওয়া পেরিয়ে,
ঘরে ঢুকল। |
Other Model Activity Task : Model Activity Task 2022
Class 3 Answer
উত্তরমুছুন'সেটা বলব বলেই তো ডেকেছি তোমার। _বক্তা কোন কথা বলবেন?
মুছুনবক্তা বৃদ্ধ চাষী। তিনি তাঁর ছেলেকে সোনা কোথায় লুকানো আছে সেকথা বলবেন বলে ডেকেছেন।
মুছুনAnswer কবে পাবো?
উত্তরমুছুনAnswer কবে পাবো?
উত্তরমুছুনPdf redar download korun peye jabe
মুছুনAns koi??
উত্তরমুছুন(ক) ‘সারাদিন’ কবিতায় কবির মনের ভাবনাকে নিজের ভাষায় লেখো। (খ) এই কবিতার মাধ্যমে কবি আসলে কী বোঝাতে চেয়েছেন?
উত্তরমুছুন9382571322
উত্তরমুছুনকক্ষ
উত্তরমুছুন