Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 10-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 10-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5


প্রশ্নঃ জোজিলা পাস বা গিরিপথটি যুক্ত করে -

(ক) লেহ ও কারগিলকে

(খ) কাশ্মীর ও তিব্বতকে

(গ) নেপাল ও তিব্বতকে

(ঘ) লেহ ও শ্রীনগরকে

উত্তরঃ (ঘ) লেহ ও শ্রীনগরকে


 প্রশ্নঃ সাংবিধানিক পরিষদ কোন্‌ দিনে ভারতের জাতীয় পতাকা টি গ্রহণ করেছিলেন? -

(ক) ১৫ ই আগস্ট ১৯৪৭

(খ) ২২ শে জুলাই ১৯৪৭

(গ) ২৬ শে নভেম্বর ১৯৪৭

(ঘ) ২৬ শে জানুয়ারি ১৯৪৭

উত্তরঃ (খ) ২২ শে জুলাই ১৯৪৭


 প্রশ্নঃ ভূপৃষ্ঠের কোন্‌ উপাদান সর্বাধিক -

(ক) আয়রন

(খ) অ্যালুমিনিয়াম

(গ) অক্সিজেন

(ঘ) সিলিকন

উত্তরঃ (খ) অ্যালুমিনিয়াম


 প্রশ্নঃ ব্ল্যাক হোলের ধারণা প্রথম কে দিয়েছিলেন? -

(ক) রাডারফোর্ট

(খ) হেরম্যান

(গ) কোপারনিকাস

(ঘ) আইনস্টাইন

উত্তরঃ (ঘ) আইনস্টাইন


 প্রশ্নঃ ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে বলা হয় -

(ক) ক্যাপসিড

(খ) পেলিকল

(গ) সেলুলোজ

(ঘ) ক্যাপসোমিয়ার

উত্তরঃ (ক) ক্যাপসিড


 প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের আগে কোন্‌ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? -

(ক) সাইমন কমিশনের আগমন

(খ) অসহযোগ আন্দোলন

(গ) রাওলাট আইন চালু

(ঘ) সাম্প্রদায়িক সমর্থন

উত্তরঃ (গ) রাওলাট আইন চালু


 প্রশ্নঃ "বজ্রসূচী" কার রচনা? -

(ক) চরক

(খ) অশ্বঘোষ

(গ) বসুবন্ধু

(ঘ) শূলপানি

উত্তরঃ (খ) অশ্বঘোষ


 প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন্‌ স্তরে উল্কাপিন্ড খসে পড়ে -

(ক) ট্রপোস্ফিয়ার

(খ) মেসোস্ফিয়ার

(গ) স্ট্যাটোস্ফিয়ার

(ঘ) আয়োনোস্ফিয়ার

উত্তরঃ (খ) মেসোস্ফিয়ার


 প্রশ্নঃ যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? -

(ক) কৃষ্ণকুমার মিত্র

(খ) বারীন্দ্র কুমার ঘোষ

(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(ঘ) ভূপেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ (ঘ) ভূপেন্দ্রনাথ দত্ত


 প্রশ্নঃ প্রণ কালচার কিসের সাথে সম্পর্কযুক্ত -

(ক) ফল চাষ

(খ) উদ্যান কৃষি চাষ

(গ) চিংড়ি চাষ

(ঘ) তুলো চাষ

উত্তরঃ (গ) চিংড়ি চাষ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close