Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 10-07-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 10-07-2021/ Daily Current Affairs Today Part 6

 Current Affairs / General Knowledge in Bengali Part 6


প্রশ্নঃ ভারত - চীন যুদ্ধ হয়েছিল কোন্‌ সালে? -

(ক) ২০০১ সালে

(খ) ১৯৭১ সালে

(গ) ১৯৬২ সালে

(ঘ) ১৯৫২ সালে

উত্তরঃ (গ) ১৯৬২ সালে


 প্রশ্নঃ ডাম্পা ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন্‌ রাজ্যে -

(ক) মনিপুর

(খ) মিজোরাম

(গ) মধ্যপ্রদেশ

(ঘ) অরুণাচল প্রদেশ

উত্তরঃ (খ) মিজোরাম


 প্রশ্নঃ রোহিঙ্গারা নিম্নলিখিত কোন্‌ দেশের জাতিগত সম্প্রদায়? -

(ক) থাইল্যান্ড

(খ) মায়ানমার

(গ) শ্রীলংকা

(ঘ) বাংলাদেশ

উত্তরঃ (খ) মায়ানমার


 প্রশ্নঃ নীচের কোন্‌টি গ্রীন হাউজ গ্যাস নয় -

(ক) মিথেন

(খ) নাইট্রোজেন ডাই অক্সাইড

(গ) কার্বন ডাই অক্সাইড

(ঘ) নাইট্রাস অক্সাইড

উত্তরঃ (খ) নাইট্রোজেন ডাই অক্সাইড


 প্রশ্নঃ রসায়নগারে প্রস্তুত করতে কোন্‌ জৈব যৌগ ব্যবহার করা হয় -

(ক) ইউরিয়া

(খ) বেনজিন

(গ) মিথেন

(ঘ) ইথেন

উত্তরঃ (ক) ইউরিয়া


 প্রশ্নঃ স্কার্ভি রোগ শরীরের কোন্‌ অংশে ঘটে? -

(ক) ফুসফুস

(খ) কিডনি

(গ) দাঁত

(ঘ) ত্বক

উত্তরঃ (গ) দাঁত


 প্রশ্নঃ ছত্তিশগড়ের জীবন রেখা কোন্‌ নদীকে বলা হয়? - 

(ক) ইন্দ্রাবতী

(খ) গঙ্গা

(গ) দামোদর

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) ইন্দ্রাবতী


 প্রশ্নঃ বেদের অপর নাম কী? -

(ক) স্মৃতি

(খ) ঋক

(গ) সাম

(ঘ) শ্রুতি

উত্তরঃ (ঘ) শ্রুতি


 প্রশ্নঃ পাল কালচার কিসের সাথে সম্পর্কযুক্ত -

(ক) মুক্তা চাষ

(খ) উদ্যান কৃষি চাষ

(গ) চিংড়ি চাষ

(ঘ) তুলো চাষ

উত্তরঃ (ক) মুক্তা চাষ


 প্রশ্নঃ একই মৌলের কোন্‌টির একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমানবিক ভর ভিন্ন হয়? -

(ক) আইসোবার

(খ) অ্যালোট্রোপ

(গ) আইসোনিম

(ঘ) আইসোটোপ

উত্তরঃ (ঘ) আইসোটোপ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close