LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 22-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 22-07-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / General Knowledge in Bengali Part 4



প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যে প্রথম Monk Fruit চাষ করা হচ্ছে? -

(ক) আসাম

(খ) হিমাচল প্রদেশ

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) অরুনাচল প্রদেশ

উত্তরঃ (খ) হিমাচল প্রদেশ


প্রশ্নঃ সম্প্রতি মৈরাং কোন্‌ রাজ্যের ১২তম জেলা হিসাবে স্বীকৃতি পেল? -

(ক) মিজোরাম

(খ) মেঘালয়

(গ) নাগাল্যান্ড

(ঘ) পাঞ্জাব

উত্তরঃ (খ) মেঘালয়


প্রশ্নঃ নভজোত সিং সিধু কোন্‌ রাজ্যের কংগ্রস দলের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন? -

(ক) রাজস্থান

(খ) গুজরাট

(গ) হরিয়ানা

(ঘ) পাঞ্জাব

উত্তরঃ (ঘ) পাঞ্জাব


প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত অলিম্পিকে সোনাজয়ী কেশব চন্দ্র দত্ত কোন্‌ খেলার সঙ্গে জড়িত ছিলেন? -

(ক) গলফ

(খ) ক্রিকেট

(গ) হকি

(ঘ) ফুটবল

উত্তরঃ (গ) হকি


প্রশ্নঃ নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? -

(ক) ১৭৩৭ সালে

(খ) ১৭৩৮ সালে

(গ) ১৭৩৯ সালে

(ঘ) ১৭৪০ সালে

উত্তরঃ (গ) ১৭৩৯ সালে


প্রশ্নঃ আপৎকালীন হরমোন কোন্‌টি? -

(ক) অ্যাড্রিনালিন

(খ) জিব্বেরেলিন

(গ) IAA

(ঘ) অক্সিন

উত্তরঃ (ক) অ্যাড্রিনালিন


প্রশ্নঃ একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হল -

(ক) তাল

(খ) নারিকেল

(গ) শিশু

(ঘ) জামরুল

উত্তরঃ (গ) শিশু


প্রশ্নঃ কে বলেছেন "শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়"? -

(ক) রাজাগোপালচারী

(খ) বাল গঙ্গসাধর তিলক

(গ) গান্ধীজি

(ঘ) চিত্তরঞ্জন দাশ

উত্তরঃ (ঘ) চিত্তরঞ্জন দাশ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close