LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 25-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 25-07-2021/ Daily Current Affairs Today Part 4

 Current Affairs / General Knowledge in Bengali Part 4



প্রশ্নঃ Adarsh Smarak Scheme - এর অধীনে অন্ধ্রপ্রদেশে কতগুলি স্মৃতিস্তম্ভ চিহ্নিত করা হয়েছে? -

(ক) ৭টি

(খ) ৫টি

(গ) ৩টি

(ঘ) ১টি

উত্তরঃ (গ) ৩টি


প্রশ্নঃ Rashtriy Swayamsevak Sangh (RSS) বইটি সম্প্রতি চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে এই বইটির লেখক কে? -

(ক) অশ্বিনী বৈষ্ণব

(খ) অপূর্ব জানা

(গ) শুধাংশু মিত্তাল 

(ঘ) সুধির মিত্তাল

উত্তরঃ (গ) শুধাংশু মিত্তাল 


প্রশ্নঃ কলকাতার নামকরণ কে করেছিলেন? -

(ক) বেন্টিং

(খ) ওয়ারেন হেস্টিংস

(গ) জব চার্নক

(ঘ) চার্লস আয়ার

উত্তরঃ (গ) জব চার্নক


প্রশ্নঃ "পাগলা ঘন্টি' কার লেখা -

(ক) শঙ্খ ঘোষ

(খ) বুদ্ধদেব বসু

(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(ঘ) ইন্দ্রমিত্র

উত্তরঃ (গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী


প্রশ্নঃ "টক-ঝাল-মিষ্টি" কার লেখা -

(ক) সত্যজিৎ রায়

(খ) শঙ্খ ঘোষ

(গ) শিবরাম চক্রবর্তী

(ঘ) বিমল মিত্র

উত্তরঃ (গ) শিবরাম চক্রবর্তী


প্রশ্নঃ GMY এবং IST এর মধ্যে পার্থক্য হল -

(ক) ২ ঘন্টা ৩০ মিনিট

(খ) ৪ ঘন্টা ৩০ মিনিট

(গ) ৫ ঘন্টা ৩০ মিনিট

(ঘ) ৬ ঘন্টা ৩০ মিনিট

উত্তরঃ (গ) ৫ ঘন্টা ৩০ মিনিট


প্রশ্নঃ নবজাগরণের শুকতারা বলা হয় -

(ক) ইরাসমাসকে

(খ) মেকিয়াভেলিকে

(গ) চসারকে

(ঘ) দান্তেকে

উত্তরঃ (গ) চসারকে


প্রশ্নঃ হাম্পি কোন্‌ নদীর তীরে অবস্থিত? -

(ক) তুঙ্গ ভদ্রা 

(খ) গোদাবরী

(গ) কাবেরী

(ঘ) কৃষ্ণা

উত্তরঃ (ক) তুঙ্গ ভদ্রা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close