LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 22-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 22-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5



প্রশ্নঃ টোকিওতে "অলিম্পিক লরেল" পুরস্কারে ভূষিত হবেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুস, তিনি কোন্‌ দেশের বাসিন্দা? -

(ক) শ্রীলঙ্কা

(খ) পাকিস্তান

(গ) বাংলাদেশ

(ঘ) ভারত

উত্তরঃ (গ) বাংলাদেশ


প্রশ্নঃ কোথায় ভারতের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করা হবে? -

(ক) মহারাষ্ট্র

(খ) তামিলনাড়ু

(গ) দিল্লী

(ঘ) কর্ণাটক

উত্তরঃ (ক) মহারাষ্ট্র


প্রশ্নঃ ২০২১ সালে কোপা আমেরিকা কোন্‌ দেশ জয় লাভ করল? -

(ক) ব্রাজিল

(খ) আর্জেন্টিনা

(গ) চিলি

(ঘ) ইকুয়েডর

উত্তরঃ (খ) আর্জেন্টিনা


প্রশ্নঃ কোন্‌ রাজ্য সরকার ৫৭ বছর উর্ধ্ব ব্যাক্তিদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করল? -

(ক) গোয়া

(খ) তেলেঙ্গানা

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (খ) তেলেঙ্গানা


প্রশ্নঃ গঙ্গার বামতীরে একটি উপনদী হলো -

(ক) কোশী

(খ) পুরপুন

(গ) শোন

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) কোশী


প্রশ্নঃ কোন্‌ হরমোন BMR বাড়িয়ে দেয় -

(ক) ইস্ট্রোজেন

(খ) থাইরক্সিন

(গ) ইনসুলিন

(ঘ) অ্যাড্রিনালিন

উত্তরঃ (খ) থাইরক্সিন


প্রশ্নঃ ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হল -

(ক) কৃষ্ণা

(খ) নর্মদা

(গ) গঙ্গা

(ঘ) গোদাবরী

উত্তরঃ (খ) নর্মদা


প্রশ্নঃ চামড়ার নীচে যে মোটা স্তর শীতের হাত থেকে প্রাণীদের রক্ষা করে সেটি হল -

(ক) খাদ্য বস্তু

(খ) প্রোটিন

(গ) কার্বোহাইড্রেট

(ঘ) লিপিড

উত্তরঃ (ঘ) লিপিড


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close