Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফারুকশিয়রের কাছ থেকে দস্তক লাভ করে -
(ক) ১৭১৭ সালে
(খ) ১৮১৮ সালে
(গ) ১৭১৯ সালে
(ঘ) ১৮২০ সালে
উত্তরঃ (ক) ১৭১৭ সালে
প্রশ্নঃ মেরুজ্যোতি দেখা যায় বায়ুমন্ডলের কোন্ স্তরে? -
(ক) এক্সোস্ফিয়ারে
(খ) স্ট্রাটোস্ফিয়ারে
(গ) থার্মোস্ফিয়ারে
(ঘ) মেসোস্ফিয়ারে
উত্তরঃ (গ) থার্মোস্ফিয়ারে
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? -
(ক) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি
(খ) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
(গ) পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি
(ঘ) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি
উত্তরঃ (খ) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
প্রশ্নঃ "কাঠতুতলি" কোন্ রাজ্যের বিখ্যাত জনপ্রিয় নাচ -
(ক) রাজস্থান
(খ) ত্রিপুরা
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার
উত্তরঃ (ক) রাজস্থান
প্রশ্নঃ কোথাকার বনাঞ্চলে পৃথিবীর বৃহত্তম "হারপি ঈগল" দেখা যায়? -
(ক) দক্ষিন আফ্রিকা
(খ) উত্তর আমেরিকা
(গ) দক্ষিন আমেরিকা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) দক্ষিন আফ্রিকা
প্রশ্নঃ চিপকো আন্দলনের মূল কারণ ছিল -
(ক) কৃষি ভূমি নষ্ঠ করা
(খ) গাছ কাটা
(গ) খাল কাটা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) গাছ কাটা
প্রশ্নঃ বিশ্বে দীর্ঘতম নদী কোন্টি? -
(ক) গঙ্গা নদী
(খ) গোদাবরী
(গ) লুনি নদী
(ঘ) নীল নদ
উত্তরঃ (ঘ) নীল নদ
প্রশ্নঃ ভারতের মূল সংবিধানে কতগুলি তফশিল ছিল? -
(ক) ৮টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১৪টি
উত্তরঃ (ক) ৮টি
প্রশ্নঃ ভারতে "চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ।" এই কথা বলেছেন -
(ক) হোমস
(খ) ট্মাস ল
(গ) হেনরি পাত্তুলো
(ঘ) মার্শম্যান
উত্তরঃ (ঘ) মার্শম্যান
প্রশ্নঃ পাট্টা প্রথা কে শুরু করেন -
(ক) শেরশাহ
(খ) শাহজাহান
(গ) বাবর
(ঘ) আকবর
উত্তরঃ (ক) শেরশাহ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ