Current Affairs / 3-07-2021 Part 4
প্রশ্নঃ নিচের কোন্ রাজ্যে নোহকালিকাই জলপ্রপাত আছে? -
(ক) মেঘালয়
(খ) মণিপুর
(গ) অসম
(ঘ) সিকিম
উত্তরঃ (ক) মেঘালয়
প্রশ্নঃ হিন্দেনবার্গ লাইন কোন্ কোন্ দেশের সীমারেখা -
(ক) ভারত -শ্রীলংকা
(খ) রাশিয়া - ফিনল্যান্ড
(গ) জার্মানি - ফ্রান্স
(ঘ) জার্মানি - পোল্যান্ড
উত্তরঃ(ঘ) জার্মানি - পোল্যান্ড
প্রশ্নঃ কোন্ উদ্ভিদে সালোকসংশ্লেষের হার বেশী? -
(ক) পাইন
(খ) ক্লোরেল্লা
(গ) স্বর্ণলতা
(ঘ) অ্যালোভেরা
উত্তরঃ (খ) ক্লোরেল্লা
প্রশ্নঃ বংশগতির একক কি? -
(ক) জনন কোশ
(খ) নেফ্রণ
(গ) জাইগোট
(ঘ) জিন
উত্তরঃ (ঘ) জিন
প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোন্টি? -
(ক) বৃহস্পতি
(খ) বুধ
(গ) শনি
(ঘ) নেপচুন
উত্তরঃ (ক) বৃহস্পতি
প্রশ্নঃ পাকিস্তানের রাজধানীর নাম কি? -
(ক) করাচি
(খ) লাহোর
(গ) ইসলামাবাদ
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (গ) ইসলামাবাদ
প্রশ্নঃ পিঁপড়ে পুরান গ্রন্থটি কার লেখা -
(ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(খ) প্রেমেন্দ্র মিত্র
(গ) বুদ্ধদেব গুহ
(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (খ) প্রেমেন্দ্র মিত্র
প্রশ্নঃ ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? -
(ক) পত্রকারিতার ক্ষেত্রে
(খ) চিকিৎসার ক্ষেত্রে
(গ) বিজ্ঞানের ক্ষেত্রে
(ঘ) সঙ্গীতের ক্ষেত্রে
উত্তরঃ (খ) চিকিৎসার ক্ষেত্রে
প্রশ্নঃ লালারসের ব্যাক্টিরিওলাইটিক উৎসেচক হল -
(ক) লাইজেন
(খ) গ্লাইকোজেন
(গ) লাইসোজাইম
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) লাইসোজাইম
প্রশ্নঃ সিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত -
(ক) সিকিম
(খ) লাদাখ
(গ) জম্বু-কাশ্মীর
(ঘ) চন্ডীগড়
উত্তরঃ (গ) জম্বু-কাশ্মীর
প্রশ্নঃ যে যন্ত্রের ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হল -
(ক) ডায়নামা
(খ) মোটর
(গ) জেনারেটর
(ঘ) স্প্রিড কাউন্টার
উত্তরঃ (খ) মোটর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ