Current Affairs / 3-07-2021 Part 3
প্রশ্নঃ সিজদা ও পাইবস ব্যবস্থা কোন্ ঐতিহাসিক সম্রাট প্রবর্তন করেন -
(ক) ফিরোজ শাহ তুঘলক
(খ) শেরশাহ
(গ) আলাউদ্দিন খলজী
(ঘ) গিয়াসউদ্দিন বলবন
উত্তরঃ (ঘ) গিয়াসউদ্দিন বলবন
প্রশ্নঃ জলের আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারণ হলো -
(ক) প্রতিফলন
(খ) প্রতিসরণ
(গ) ব্যাতিচার
(ঘ) সমাবর্তন
উত্তরঃ
প্রশ্নঃ বার্লোচক্রের ব্যবহার করা হয় -
(ক) পারদ
(খ) কেরোসিন
(গ) জল
(ঘ) নুনজল
উত্তরঃ (ক) পারদ
প্রশ্নঃ ২০১৯ সালে কোথায় বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছিল? -
(ক) ইংল্যান্ড
(খ) শ্রীলংকা
(গ) সাউথ আফ্রিকা
(ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ (ক) ইংল্যান্ড
প্রশ্নঃ জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? -
(ক) ১৫ই ফেব্রুয়ারি
(খ) ১২ই জানুয়ারি
(গ) ১৫ই জানুয়ারি
(ঘ) ১২ই ফেব্রুয়ারি
উত্তরঃ (খ) ১২ই জানুয়ারি
প্রশ্নঃ বাংলাদেশের মুদ্রার নাম কি? -
(ক) রুপি
(খ) দিনার
(গ) দিরহাম
(ঘ) টাকা
উত্তরঃ (ঘ) টাকা
প্রশ্নঃ ধান গাছের ক্রোমোজোমে সংখ্যা কত জোড়া? -
(ক) ১২ জোড়া
(খ) ২৩ জোড়া
(গ) ২৪ জোড়া
(ঘ) ১৩ জোড়া
উত্তরঃ (ক) ১২ জোড়া
প্রশ্নঃ খাইবার পাস কোথায় অবস্থিত? -
(ক) ভারত
(খ) পাকিস্থান
(গ) আফগানিস্থান
(ঘ) পাকিস্থান
উত্তরঃ (ঘ) পাকিস্থান
প্রশ্নঃ বুদ্ধদেবের প্রকৃত নাম কি? -
(ক) রাহুল
(খ) গৌতম
(গ) বর্ধমান
(ঘ) সিদ্ধার্থ
উত্তরঃ (ঘ) সিদ্ধার্থ
প্রশ্নঃ বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন -
(ক) ভগবান বিষ্ণু
(খ) ভগবান শিব
(গ) ভগবান কৃষ্ণ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ভগবান শিব
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ