Current Affairs / 3-07-2021 Part 1
প্রশ্নঃ দাগ ও হুলিয়া ব্যবস্থা কোন্ ঐতিহাসিক সম্রাট প্রবর্তক করেন -
(ক) শেরশাহ
(খ) ফিরোজ শাহ তুঘলক
(গ) নিজামুল মুল্ক
(ঘ) আলাউদ্দিন খলজী
উত্তরঃ (ঘ) আলাউদ্দিন খলজী
প্রশ্নঃ নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? -
(ক) তামিলনাড়ু
(খ) মেঘালয়
(গ) সিকিম
(ঘ) আন্দামান
উত্তরঃ (খ) মেঘালয়
প্রশ্নঃ আলেকজান্ডারের বিরোধিতা করা ভারতের রাজা কে ছিলেন? -
(ক) অম্বি
(খ) পুরু
(গ) ধননন্দ
(ঘ) চন্দ্রগুপ্ত
উত্তরঃ (খ) পুরু
প্রশ্নঃ "সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট" কোন্ রাজ্যের সঙ্গে জড়িত? -
(ক) গুজরাট
(খ) কেরালা
(গ) মিজোরাম
(ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ (খ) কেরালা
প্রশ্নঃ "লাহো" নৃত্য ভারতের কোন্ রাজ্যে হয় -
(ক) সিকিম
(খ) হরিয়ানা
(গ) মেঘালয়
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (গ) মেঘালয়
প্রশ্নঃ পিকক আইল্যান্ড হলো? -
(ক) কৃষ্ণা নদীর ব-দ্বীপ
(খ) ব্রহ্মপত্রের নদীর ব-দ্বীপ
(গ) গঙ্গা নদীর ব-দ্বীপ
(ঘ) গোদাবরী নদীর ব-দ্বীপ
উত্তরঃ (খ) ব্রহ্মপত্রের নদীর ব-দ্বীপ
প্রশ্নঃ বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? -
(ক) ধর্মপাল
(খ) লক্ষ্ণন সেন
(গ) গোপাল
(ঘ) বল্লাল সেন
উত্তরঃ (ঘ) বল্লাল সেন
প্রশ্নঃ কচ্ছের রন জাতীয় উদ্যানে সংরক্ষিত প্রাণী -
(ক) বাঘ
(খ) সিংহ
(গ) বন্য গাধা
(ঘ) কৃষ্ণসার
উত্তরঃ (গ) বন্য গাধা
প্রশ্নঃ রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? -
(ক) সুচেতা কৃপালিনী
(খ) বি এন রাও
(গ) বল্লভ ভাই প্যাটেল
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ (ঘ) রাজেন্দ্র প্রসাদ
প্রশ্নঃ ১৯৫৪ খ্রিষ্টাব্দে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন -
(ক) সি ভি রমন
(খ) চক্রবর্তী রাজা গোপালাচারী
(গ) সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(ঘ) উপরের সবাই
উত্তরঃ (ঘ) উপরের সবাই
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ