Current Affairs / 2-07-2021
প্রশ্নঃ ভারতের মশলার বাগান কোন্ রাজ্যকে বলা হয়? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরালা
(গ) বিহার
(ঘ) আসাম
উত্তরঃ (খ) কেরালা
প্রশ্নঃ শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত -
(ক) মধ্যপ্রদেশ
(খ) জম্বু-কাশ্মীর
(গ) উত্তর প্রদেশ
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ঘ) কর্ণাটক
প্রশ্নঃ ফ্রান্সের জাতীয় খেলার নাম কি? -
(ক) ফুটবল
(খ) রাগবি
(গ) জুডো
(ঘ) ব্যাডমিন্টন
উত্তরঃ (ক) ফুটবল
প্রশ্নঃ "ক্রিকেট মাই লাইফ" - বইটি কার লেখা? -
(ক) সুনীল গাভাস্কার
(খ) অনিল মুম্বলে
(গ) কপিল দেব
(ঘ) সচিন টেন্ডুলকার
উত্তরঃ (গ) কপিল দেব
প্রশ্নঃ হারপিস ভাইরাস কোন রোগের কারণ -
(ক) গুটি বসন্ত
(খ) জলবসন্ত
(গ) টিটেনাস
(ঘ) কলেরা
উত্তরঃ (খ) জলবসন্ত
প্রশ্নঃ যমুনা জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) হিমাচল প্রদেশ
(খ) জম্বু-কাশ্মীর
(গ) উত্তর প্রদেশ
(ঘ) বিহার
উত্তরঃ (গ) উত্তর প্রদেশ
প্রশ্নঃ সর্বাধিক তড়িৎ - ঋণাত্মক মৌলটির নাম -
(ক) ফ্লোরিন
(খ) নাইট্রোজেন
(গ) ক্লোরিন
(ঘ) অক্সিজেন
উত্তরঃ (ক) ফ্লোরিন
প্রশ্নঃ জ্বলন্ত LED - এর ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটে -
(ক) যান্ত্রিক শক্তি আলোকশক্তিতে
(খ) তড়িৎশক্তি আলোকশক্তিতে
(গ) রাসায়নিক শক্তি আলোকশক্তিতে
(ঘ) তাপশক্তি আলোক শক্তিতে
উত্তরঃ (খ) তড়িৎশক্তি আলোকশক্তিতে
প্রশ্নঃ বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয়? -
(ক) তাপমাত্রা
(খ) ঘনত্ব
(গ) আর্দ্রতা
(ঘ) চাপ
উত্তরঃ (ঘ) চাপ
প্রশ্নঃ আর্জেন্টিনার মুদ্রার নাম কি? -
(ক) পাউন্ড
(খ) ইউরো
(গ) ডলার
(ঘ) পেসো
উত্তরঃ (ঘ) পেসো
প্রশ্নঃ কালাহারি মরুভূমি কন্ দেশে অবস্থিত -
(ক) আর্জেন্টিনা
(খ) রাশিয়া
(গ) আমেরিকা যুক্তরাষ্ট্র
(ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ (ঘ) দক্ষিণ আফ্রিকা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ