মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
পর্ব ৫
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
১.১ জলদাপাড়া |
(ক) ডলফিন |
১.২ খড়গপুর |
(খ) টেরাকোটার কাজ |
১.৩ বিষ্ণুপুর |
(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র |
|
(ঘ) গন্ডার |
উত্তরঃ
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
১.১ জলদাপাড়া |
(ঘ) গন্ডার |
১.২ খড়গপুর |
(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র |
১.৩ বিষ্ণুপুর |
(খ) টেরাকোটার কাজ |
|
২. ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে ㄨ চিহ্ন দাও :
২.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।
উত্তরঃ ✓
২.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তরঃ ✓
২.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।
উত্তরঃ ㄨ
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উত্তরঃ জমিতে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে যে যে ক্ষতি গুলি হয় তা নীচে আলোচনা করা হল -
প্রথমত, জমিতে যদি বেশি পরিমান রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় তাহলে মাটি অর্থাৎ সেই জমি দুষিত হতে পারে।
দ্বিতীয়ত, মাটি দূষিত হলে বৃষ্টির জলে সেই মাটি ধুয়ে পাশাপাশি কোনো জলাশয়ে গিয়ে পড়লে সেই জল দূষিত হতে পারে।
তৃতীয়ত, চাষের পরাগ মিলনে সাহায্যকারী প্রজাপতি, কীটপতঙ্গ জীবের জীবনও নাশ করে।
৩.২ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তরঃ নীচে দামোদর ভ্যালি করপোরেশনের স্থাপনের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করা হল -
(ক) জলসেচের প্রসার করা
(খ) জলবদ্যুৎ উৎপাদন করা।
(গ) মাছ সংগ্রহ করা।
(ঘ) চাষের জল সংগ্রহ করা।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তরঃ পুকুর, নদী, হ্রদ প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। উপরে ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়। আর পর্বতের মাথায় ঠান্ডা আরো বেশী বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমে বরফের আকার ধারণ করে।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ