মডেল অ্যাক্টিভিটি টাস্ক
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
দ্বিতীয় শ্রেণি
পর্ব ৫
মূল্যবোধের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা
১। শূন্যস্থানটি পূরণ করো বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে :
(ক) আমার প্রতিজ্ঞা :
সব কাজে সব খানে যেন হই সৎ,
ভালো হয়ে চলবই নিয়েছি __________।
(i) শপথ
(ii) প্রতিজ্ঞা
উত্তরঃ (i) শপথ
(খ) আমার প্রতিজ্ঞা :
সব জাতি ধর্মকে দেব সম্মান,
__________ যে একজাতি আর এক প্রাণ।
(i) সকলে
(ii) আমরা
উত্তরঃ (ii) আমরা
(গ) সুস্বাস্থ্য :
শরীর ও __________ যদি তুমি
সুস্থ রাখতে চাও।
(i) স্বাস্থ্য
(ii) মন
উত্তরঃ (ii) মন
(ঘ) সুস্বাস্থ্য :
সময়মতো __________ এবং
নিয়মমতো খাও।
(i) পড়ো
(ii) ঘুমাও
উত্তরঃ (ii) ঘুমাও
(ঙ) সুস্বাস্থ্য :
পড়ালেখার পাশাপাশি
করবে __________।
(i) খেলাধূলো
(ii) গল্পগুলো
উত্তরঃ (i) খেলাধূলো
(চ) সুস্থাস্থ্য :
মনের থেকে দূরে রাখবে
__________ ভাবনাগুলো।
(i) মন্দ
(ii) দন্দ
উত্তরঃ (i) মন্দ
(ছ) সুস্বাস্থ্য :
স্নান করবে, হাত পা __________
পোশাক পরবে ঠিক,
(i) ধোবে
(ii) ঘষবে
উত্তরঃ (i) ধোবে
(জ) __________ চলবে যখন
দেখবে চতুর্দিক।
(i) ঘরের মধ্যে
(ii) রাস্তাঘাটে
উত্তরঃ (ii) রাস্তাঘাটে
(ঝ) সুস্বাস্থ্য :
শরীরটাকে ফিট রাখতে
__________ যোগাসন,
(i) করবে
(ii) দেখবে
উত্তরঃ (i) করবে
(ঞ) সুস্বাস্থ্য:
বাবা____কথা শুনে চলবে গুরু সারাক্ষন।
(১) ভাইয়ের
(২) মায়ের
উত্তরঃ (২) মায়ের
(ট) দাঁতের যত্ন:
দাঁতে____রোগ হতে পারে তা বলি বারবার, নিয়ামতি করতে হবে দাঁত____।
(১) ক্ষয়, পরিষ্কার
(২)নয়, পরিষ্কার।
উত্তরঃ (১) ক্ষয়, পরিষ্কার
(ঠ) চোখের যত্ন:
____আছে বলেই যেন আমরা দেখতে পাই,
চোখের মতো___আর কোন কিছুই নাই।
(১) দাঁত, দামি
(২) চোখ, দামি
উত্তরঃ (২) চোখ, দামি
(ড) নখ ও চুলের যত্ন:
নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে_____ভয়ানক।
(১) বিপদ
(২) আনন্দ
উত্তরঃ (১) বিপদ
(ঢ) হাঁচি ও কাশি:
হাঁচি আর ____, থাকে পাশাপাশি। যদি রোগ হয় বারে দুর্ভোগ।
(১) কাশি
(২) জ্বর
উত্তরঃ (১) কাশি
(ত) কানের যত্ন:
যানবাহনের বিকট______, সহ্য হয় না আর, কারখানা আরো তীব্র শব্দ করবে পরিহার।
(১) আওয়াজ
(২) শব্দ
উত্তরঃ (১) আওয়াজ
(থ) ত্বকের যত্ন:
খোস পাঁচড়া ছোঁয়াচে রোগ-সাবধানে তে থাকো, চর্মরোগে নিজেরই ক্ষত_____করে রাখো।
(১) আড়াল
(২) ওষুধ
উত্তরঃ (১) আড়াল
২। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো:-
(ক) কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ তাকে ছোঁ-বল দেখি এইবার, নয়তো হবে হার ঘরের ভেতরে ঘর ............
(১) মশারি
(২) ঠাকুর ঘর
(৩) রান্নাঘর
উত্তরঃ (১) আড়াল
(খ) কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ
এইবার বলো ধাঁধা ভারী শক্ত ............
বন থেকে বেরোলে টিয়ে
টোপর মাথায় দিয়ে
.....................।
(১) লঙ্কা
(২) গাজর
(৩) টম্যাটো
উত্তরঃ (১) লঙ্কা
(গ) কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ
তাকে ছোঁ -
ছোটো ছোটো গাছে, কৃষ্ণ পেয়াদা নাচে।
.....................
(১) জাম
(২) বেগুন
(৩) করমোচা
উত্তরঃ (২) বেগুন
(ঘ) এইবার বলো দেখি, বুঝি তবে কেরামতি।
অলি অলি পাখিগুলো গলি গলি যায়।
মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায়
যে যে ডিগবাজি খায় ১, ২, ৩, ৪,
সময় দেবো না আর, পারলে না বলতে
........................
(১) প্যাকেট
(২) ঠোঙা
(৩) টাকা
উত্তরঃ (৩) টাকা
(ঙ) ঘুরে ঘুরে বলো তো
'সিংহ চড়ে দুর্গা এলো
সঙ্গে ছেলে মেয়ে
বন্যাভাসা আলো হাসি
ফেলে ভুবন ছেয়ে।'
সময় দেবো না আর ১, ২, ৩, ৪
(১) জগদ্বাত্রী পুজো
(২) দুর্গা পুজো
(৩) কালীপুজো
উত্তরঃ (২) দুর্গা পুজো
(চ) 'মিলনের উৎসবে
আমোদের গান
সব ছোটো দোয়া পায়
বড়োরা সেলাম।'
(১) ঈদ
(২) রমজান
(৩) মহরম
উত্তরঃ (১) ঈদ
(ছ) 'সারা পৃথিবীতে আজ
স্বস্তি ঝরুক
শান্তির মেখলায়
মুক্তি আসুক।'
(১) বড়োদিন
(২) নববর্ষ
(৩) গুড ফ্রাইডে
উত্তরঃ (১) বড়োদিন
৩। নিজের পছন্দমতো একটি ছবি আঁকো এবং ছবির সম্বন্ধে দু-একটি বাক্য লেখো।
উত্তরঃ
(১) এটি একটি ফুল গাছের ছবি।
(২) এই ফুল গাছে একটি সুন্দর ফুল ফুঁটে আছে।
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ