মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রথম শ্রেণি
সংযোগ স্থাপনে সক্ষমতা
পর্ব ৫
১. নীচের পাঠটি পড়। কী কী মাছ আর সবজির কথা বলা হয়েছে ফাঁকা জায়গা ভরাট করো :
থালা ভরা কৈ মাছ, বাটা মাছ। সরা ভরা চিনি ছানা। গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা। ভারী আনে ঘড়া ঘড়া জল। মুটে আনে সরা খুরি কলা পাতা।
মাছ |
সবজি |
|
|
উত্তরঃ
মাছ |
সবজি |
কৈ মাছ, বাটা মাছ
|
শাক, লাউ, আলু, কলা |
২. নীচের কোনগুলি গাছের অংশ লেখ :
মুকুল, ঘুড়ি, পাতা, পাখি, ডাল, ছাতা, ফুল, ফল, মশা, বাকল
(ক) মুকুল
(খ) পাতা
(গ) ডাল
(ঘ) ফুল
(ঙ) ফল
(চ) বাকল
৩. Read the verse given below and circle the words indicating colour :
Rainbow violet, indigo, blue
Rainbow green and yellow, too.
Rainbow orange, rainbow red
Rainbow smiling overhead.
Answer :
৪. ⬜ এর ভেতরে = বা ≠ বসাও :
(ক) ৬ + ২ ⬜ ৯
উত্তরঃ ৬ + ২ ≠ ৯
(খ) ৫ + ৩ ⬜ ৮
উত্তরঃ ৫ + ৩ = ৮
(গ) ৩ + ৬ ⬜ ৯
উত্তরঃ ৩ + ৬ = ৯
(ঘ) ২ + ৫ ⬜ ৬
উত্তরঃ ২ + ৫ ≠ ৬
অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক পেতে ঃ এইখানে ক্লিক করুন
Other Model Activity Task : Model Activity Task 2022
good
উত্তরমুছুন