মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো ঃ
১. মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একইসঙ্গে ছেড়ে দিলে কোন্টি আগে মাটিতে পড়বে?
উত্তরঃ মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একইসঙ্গে ছেড়ে দিলে দেখা যাবে কয়েনটি মাটিতে আগে এসে পড়েছে। কেননা খাতার পাতা ও কয়েনকে উপর থেকে ফেলার সময় বায়ুর বাধা অতিক্রম করে নিচের দিকে আসতে হয়। আমরা জানি যে ঘর্ষণ বল বস্তুদুটির স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাই যেহেতু খাতার পাতার ক্ষেত্রফল বিশি তাই খাতার পাতা ও বায়ুর মধ্যে ঘর্ষণ বল বেশি আর তুলনামূলকভাবে কয়েন ছোটো হওয়ায় ঘর্ষণ বলও খুব কম। তাই খাতার পাতা কয়েনের তুলনায় পরে মাটিতে পড়ে।
২. প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িৎ কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও।
উত্তরঃ একটি রবার বা প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে কয়েকবার জোরে জোরে শুকনো চুল আঁচড়ানো হলে দেখা যাবে যে তা নিস্তড়িৎ কাগজের টুকরোকে আকর্ষণ করে। কারন চিরুনি ও চুলের ঘর্ষণে চিরুনিটি তড়িদাহিত হয়। তাই চিরুনিটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে।
৩. গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কী কী বলতে পারো?
উত্তরঃ গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, আর এই ছুটে চলা অণুগুলির মধ্যে সংঘর্ষই চাপের কারণ। গ্যাসের কণাগুলির আয়তন খালি চোখে দেখা না গেলেও মাইক্রোস্কোপে দেখা যায়। গ্যাসের অনুগুলি সর্বদা একটি অপরটির ধাক্কা দেয়। এই ধরনের গতিকে গ্যাসের ব্রাউনীয় গতি বলে। এটিকেই পরমাণু ও অনুর অস্তিত্বের স্বপক্ষের প্রমাণ হিসেবেও গণ্য করা হয়।
৪. প্রাইমরডিয়াল ইউট্রিকল কী?
উত্তরঃ উদ্ভিদকোশে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশ প্রাচীরের ভিতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেস্টন করে সাইটোপ্লাজমের এই ধরনের বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।
৫. মানুষের লোহিত রক্তকণিকার আকার কী রকম এবং এই আকারের জন্য তার কী সুবিধা হয়?
উত্তরঃ
মানুষের লোহিত রক্তকণিকার আকার ঃ মানুষের লোহিত রক্তকণিকা গোলাকার। এর দু-পাশ চ্যাপ্ট্যা। এটি অনেকটা চাকতির মতো দেখতে হয়।
সুবিধা ঃ প্রধানত দুটি কারনের জন্য মানুষের লোহিত রক্তকণিকা গোলাকার ও দু-পাশে চ্যাপ্ট্যা হয়, যথা -
(১) বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে পারার জন্য।
(২) অধিক পরিমানে অক্সিজেন পরিবহন করতে পারার জন্য।
৬. গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো।
উত্তরঃ
গলজি বস্তুর গঠন ঃ নিউক্লিয়াসের নিকট অবস্থিত পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত চ্যাপটা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত এক বিশেষ প্রকার অঙ্গাণু হল গলজি বস্তু।
কাজ ঃ কোশ মধ্যস্থ বিভিন্ন বস্তু যেমন - হরমোন, উৎসেচক প্রভৃতি পরিবহণে এবং ক্ষরণে গলজিবস্তু বিশেষ ভূমিকা পালন করে।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ